শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গলাচিপায় বসতবাড়িতে হামলা, আতঙ্কে ঘরবন্দি পরিবার

স্টাফ রিপোর্টার / ১১৬ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

পটুয়াখালী  প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপায় চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। লাঠিসোঁটা হাতে মহড়া দিচ্ছে হামলাকারীরা। ভয়ে ঘরবন্দি হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে রোববার (১৩ জুলাই) সকাল ৯ টার দিকে।

জানা গেছে, গত ৭ জুলাই ধানের বীজতলায় হাঁস ঢুকলে সেলিম মোল্লার ছেলে রিয়াজ হাঁস তাড়িয়ে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে পরদিন ইউসুফ মোল্লার স্ত্রী শাহনাজের সঙ্গে তাদের তর্কাতর্কি হয়। ওই ঘটনার জেরে এক সপ্তাহ পর, রোববার (১৩ জুলাই) সকালে বাড়িতে এসে সেলিম মোল্লার ছেলে রিয়াজ ও জাকিরের ওপর হামলা চালায় অভিযুক্তরা।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, একই এলাকার কালাম মোল্লার ছেলেরা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে সেলিম মোল্লার বাড়িতে হামলা চালায় এবং ঘরের জানালার কাচ ভাঙচুর করে। ঘটনার সময়কার একটি ভিডিওতে দেখা যায়—কয়েকজন যুবক লাঠিসোঁটা নিয়ে বাড়ির দিকে তেড়ে আসছে। এক যুবক তাদের বাধা দিতে গেলে তাকে পাশ কাটিয়ে তারা দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এছাড়া অভিযোগ রয়েছে, ঘটনার ভিডিও করতে গেলে হামলাকারীরা মোবাইল ফোন কেড়ে নেয়। হামলার পর এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়। বর্তমানে ভুক্তভোগী পরিবার ভয়ে বাড়ির বাইরে বের হতে পারছে না। পরিবারটি ঘরের ভেতরে জিম্মি হয়ে দিন কাটাচ্ছে।  এ বিষয়ে ভুক্তভোগী রিয়াজ মোল্লা বলেন, আমরা কিছু বুঝে ওঠার আগেই ওরা বাড়িতে এসে হামলা চালায়। ঘরে ভাঙচুর করে। এর আগেও নানা সময় হুমকি দিয়েছে তারা। এখন পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি।

প্রতিবেশী হোসেন মোল্লা ও জসিম মোল্লা বলেন, বীজতলা থেকে হাস তাড়ানোর ঘটনাকে কেন্দ্র করে এই পরিকল্পিত হামলা হয়। আমরা দু’পক্ষকে থামিয়ে দিয়েছি। কাচ কে ভাঙছে আমরা দেখি নাই। এ বিষয়ে অভিযুক্তদের সাথে কথা বলতে চাইলে ক্যামেরায় কথা বলতে রাজি হননি তারা। তবে জানা যায়, ঘটনার পর স্থানীয়ভাবে সালিসির মাধ্যমে মিমাংসা করার চেষ্টা চলছে।

ঘটনার পর থেকে দুপক্ষের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।এ বিষয়ে চরবিশ্বাস ফারির ইনচার্জ মো. কামাল হোসেন বলেন, আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ