শিরোনাম
রাজশাহীর আদালত চত্বরে দুই কাজির হাতে নারী লাঞ্ছিত। তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বোয়ালমারীতে বিক্ষোভ সমাবেশ সুইসাইড নোট লি‌খে গলায় ফাঁস দি‌য়ে প্রেমিকার আত্নহত‌্যা  সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের ৬ষ্ঠ মত্যু-বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে স্মরণ সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ ওপর হামলা,আসামি গ্রেপ্তারে প্রশাসন হার্ডলাইনে খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উলিপুর দুই মাদক কারবারি সেনাবাহিনীর হাতে আটক কুমিল্লায় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন: নৌকা সহ দুইজন গ্রেফতার 
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১১:২১ অপরাহ্ন

বাঘাইছড়িতে কৃষক নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ২৭ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার:

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২০২৪-২০২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেরনশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্প এর আওতায় কৃষকদের জন্য পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার পার্টনার মাঠ স্কুলের কৃষক-কৃষাণী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ এবং সরকারি কর্মকর্তাগণ কর্মশালায় অংশগ্রহণ করেন৷

রাঙ্গামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক জনাব মো: নাসিম হায়দার, ডিএই, রাঙ্গামাটি অঞ্চল । সন্মানীয় স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলার উপজেলা উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার। বিশেষ অতিথিদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, বাংলাদেশ জামায়েতে ইসলামী বাঘাইছড়ি উপজেলা আমীর মাওলানা কবির আহমদ উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.আসাদুজ্জামান। , ফোকাল পার্সন হিসাবে ছিলেন মোহাম্মদ রিয়াজুদ্দিন, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রকল্প।

উপজেলা উপসহকারী কৃষি কর্মকতা সাক্য চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তাগণ প্রকল্পের পটভূমি, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনার পাশাপাশি আধুনিক টেকসই  প্রযুক্তি বিস্তার, উচ্চমূল্য ফসলের আবাদের মাধ্যমে খোরপোস কৃষিকে বানিজ্যিক ও লাভজনক কৃষিতে রূপান্তরের পরিকল্পনা নিয়ে আলোকপাত করেন।

পিএফএস পরিচালনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কৃষক তথ্য সেবা কেন্দ্র স্থাপন করে কৃষকদের সেবা প্রাপ্তি ও উৎপাদক দল তৈরির বিষয়ে আলোচনা করা হয়। পিএফএস সদস্য, ননপিএফএস সদস্যদের অভিজ্ঞতা বিনিময় এবং সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পার্টনার কংগ্রেসটি সফলভাবে সমাপ্ত হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ