মানিকগঞ্জ প্রতিনিধি:
১১ জুলাই রোজ শুক্রবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (BMSS) হরিরামপুর উপজেলা আহ্বায়ক কমিটি (মানিকগঞ্জ) ২০২৫-২০২৬ মেয়াদের জন্য ঘোষণা করা হয়েছে। সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় অবিচল এই সংগঠন এবার আরও শক্তিশালী ও গতিশীল নেতৃত্বে এগিয়ে চলবে বলে আশা করা হচ্ছে এমনটি মন্তব্য করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি(বিএমএসএস) কর্তৃপক্ষ।
উক্ত কমিটিতে দৈনিক এশিয়া বাণী প্রত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি ও দৈনিক নিরপেক্ষ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলী সভাপতি ও দৈনিক সময়ের কন্ঠ প্রত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি নাজমুল চৌধুরী নাহিদ কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়।
উক্ত কমিটিতে সাপ্তাহিক সময়ের সাথে পত্রিকার আঞ্চলিক প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম সহ-সভাপতি, দৈনিক রাঙামাটি প্রত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন সহ-সভাপতি, দৈনিক আজকের কর্ণফুলী পত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি, মোঃ আমজাদ শিকদার যুগ্ম সাধারণ সম্পাদক,দৈনিক অভিযোগ বার্তার মানিকগঞ্জ প্রতিনিধি মোঃ রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক, দৈনিক আলোর দিগন্ত প্রত্রিকার উপজেলা প্রতিনিধি মীর আমজাদ হোসেন দপ্তর সম্পাদক, জিএসএননিউজ২৪. কম এর মানিকগঞ্জ প্রতিনিধি মুকতার হোসেন -প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়। দ্যা টাইমস বাংলা ২৪.কম এর স্টাফ রিপোর্টার মোঃ জহিরুল ইসলাম নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়।উল্লেখ্য, এই কমিটির গঠনের মধ্য দিয়ে সাংবাদিক সমাজে এক নতুন শক্তি ও ঐক্যের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির হরিরামপুর উপজেলা আহ্বায়ক কমিটি (মানিকগঞ্জ) এর সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ভাইস চেয়ারম্যান ও দৈনিক অভিযোগ বার্তার সম্পাদক ও প্রকাশক এসএম ফিরোজ আহমেদ। নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার জন্য দিকনির্দেশনা দিয়েছেন বিএমএসএস কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ঢাকা বিভাগীয় আহ্বায়ক কিবরিয়া আহামেদ।