স্টাফ রিপোর্টার:
আজ ৬ জুলাই রবিবার সকালে ১ নং ওয়ার্ড বিএনপি, খিলগাঁও থানা, ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে, ঢাকা-৯ আসনের জনতার সাংসদ আফরোজা আব্বাস-এর পক্ষ থেকে খিলগাঁও, বটতলা, ঝিলপাড় (তালতলা কবরস্থান সংলগ্ন) জলাশয় ও ডোবার কচুরিপানা পরিস্কার, মশা নিধনের ঔষধ ছিটানো কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইউনুস মৃধা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ন – আহবায়ক ও সাবেক সভাপতি খিলগাঁও থানা বিএনপি। সভাপতিত্ব করেন, মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক ১ নং ওয়ার্ড বিএনপি, খিলগাঁও, থানা। এবাদাত হোসেন, সভাপতি কৃষক দল, খিলগাঁও থানা ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ১ নং ওয়ার্ড বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজ। যুবদলের নেতা মনির, আলাউদ্দিন, রহমাতুল্লাহ, কামরুজ্জামান বাবু, সাইদুল সহ ১ নং ওয়ার্ড বিএনপি খিলগাঁও থানা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।