শিরোনাম
পটিয়ায় তেলবাহী মিনি ভ্যান ছিনতাই: মূল দুই আসামি গ্রেফতার শেরপুরের নালিতাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকের চালান আটক। সিলেটের গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে হরিরামপুরে অধ্যাপক আব্দুল হামিদ মিয়ার পক্ষ হতে ৩১দফার লিফলেট বিতরণ।  বংশ পরস্পরায় ফলের মালা পড়িয়ে কালী মায়ের পূজো হচ্ছে ৫০ বছর ধরে, আর এটাই রীতি । কর্ম ক্ষেত্রে সিলেট আমার দ্বিতীয় জন্মভূমি – সহকারী পুলিশ সুপার জামশেদ আলম  হরিরামপুরে পূর্বখলিলপুর গ্রামে জয়নালের বাড়িতে চুরি,আতঙ্কে এলাকাবাসী।  জামালগঞ্জের সাচনা বাজারে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের লিফলেট বিতরন ও জনসভায় জনতার ঢল কলকাতার বাবুঘাটে চলছে, জাগ্রত চামুন্ডা কালী সহ অন্যান্য কালী প্রতিমার বিসর্জন।
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৪:২০ অপরাহ্ন

মাদকদ্রব্যের অপব্যবহার ও  অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক মাদক দিবস পালিত 

স্টাফ রিপোর্টার / ৮৯ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁতে মাদকদ্রব্যের অপব্যবহার ও  অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক মাদক দিবস -২০২৫  উদযাপন উপলক্ষে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)  কর্তৃক  বিভিন্ন কর্মসূচী পালন।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের  সীমান্ত সুরক্ষার পাশাপাশি  মাদকদ্রব্য পাচার রোধে সর্বোচ্চ গুরুত্ব  দিয়ে কাজ করছে এবং এ বিষয়ে জিরো টলারেন্স  নীতি  কঠোরভাবে অনুসরণ করে আসছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান-প্রতিরোধে  বিজিবি নিয়মিত অভিযান, পরিচালনার পাশাপাশি  সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে  জনসম্পৃক্ততা নিশ্চিত করে চলেছে।

 

বৃহস্পতিবার (২৬ জুন)সকালে নওগাঁ ব্যাটালিয়ন (১৬  বিজিবি) কর্তৃক বিভিন্ন কর্মসূচী পালন করা  হয়,দিবসটি উপলক্ষে মাদকবিরোধী বার্তা সমাজের  সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে  স্থানীয়  প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে সেমিনারে  অংশগ্রহণ, ফেস্টুন প্রদর্শন, লিফলেট বিতরণ ও  মাদক  বিরোধী র‍্যালী প্রদর্শন করা হয়।

 

এছাড়াও বর্তমান প্রজন্ম ও তরুণ সমাজের  মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সপ্তাহ  ব্যাপী  বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে,এরই ধারাবাহিকতায়, অত্র ব্যাটালিয়নের  দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায়  বসবাসকারী  জনসাধারণের মধ্যে মাদকের কুফল, সামাজিক  ক্ষতি ও আইনগত পরিণতি সম্পর্কে সচেতনতা  বৃদ্ধির  লক্ষ্যে জনসচেতনতামূলক সভা, মাদকের কুফল  সম্পর্কিত ব্যানার বিভিন্ন।  স্থানে স্থাপনসহ লিফলেট বিতরণ করা হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ