শিরোনাম
পটিয়ায় তেলবাহী মিনি ভ্যান ছিনতাই: মূল দুই আসামি গ্রেফতার শেরপুরের নালিতাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকের চালান আটক। সিলেটের গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে হরিরামপুরে অধ্যাপক আব্দুল হামিদ মিয়ার পক্ষ হতে ৩১দফার লিফলেট বিতরণ।  বংশ পরস্পরায় ফলের মালা পড়িয়ে কালী মায়ের পূজো হচ্ছে ৫০ বছর ধরে, আর এটাই রীতি । কর্ম ক্ষেত্রে সিলেট আমার দ্বিতীয় জন্মভূমি – সহকারী পুলিশ সুপার জামশেদ আলম  হরিরামপুরে পূর্বখলিলপুর গ্রামে জয়নালের বাড়িতে চুরি,আতঙ্কে এলাকাবাসী।  জামালগঞ্জের সাচনা বাজারে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের লিফলেট বিতরন ও জনসভায় জনতার ঢল কলকাতার বাবুঘাটে চলছে, জাগ্রত চামুন্ডা কালী সহ অন্যান্য কালী প্রতিমার বিসর্জন।
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন

মানিকগঞ্জে যুব প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত । 

স্টাফ রিপোর্টার / ১০৫ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জ সদর পুটাইল ইউনিয়নে জয়নগর গ্রামে জয়নগর কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্র আল্পনা সরকারের বাড়িতে বারসিক’র সহযোগিতায় কৃষিপ্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক যুব প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

উক্ত যুব প্রশিক্ষনে নালী, হেলাচিয়া, কুন্দুরিয়া, ধলাই, বেগমনগর, জয়নগর, মান্তাসহ ৭টি গ্রামের ৩২ জন যুব স্বেচ্ছাসেবক টিমের সদস্য ও যুব শিক্ষার্থীগন অংশগ্রহন করেন।

প্রশিক্ষনের মাধ্যমে কৃষিপ্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ে যুবদের সক্ষমতা বৃদ্ধি পায়। এ ছাড়াও প্রশিক্ষনে পরিবেশ-প্রতিবেশ এর মধ্যে সকল উদ্ভিদ ও প্রাণীকে টিকিয়ে রাখতে কৃষি প্রতিবেশ বিদ্যার গুরুত্ব।মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সারের ব্যবহার। নিরাপদ খাদ্য উ’ৎপাদনে স্থানীয় মানুষের জ্ঞান অভিজ্ঞতাকে কৃষি কাজে লাগানো। স্থানীয় বীজের ব্যবহার ও সংরক্ষন বিষয়ে ধারনা প্রদান করা হয়।

জলবায়ু ন্যায্যতায় ক্ষতিগ্রস্থ কৃষকের দাবী নিয়ে যুবকদের করনীয় এবং খাদ্য সার্বভৌমত্ব বিষয়ে প্রশিক্ষনে অংশগ্রহনকারীদের ধারনা অর্জন হয়। অংশগ্রহণকারীরা কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চায় নিজ নিজ বাড়ির কৃষি চর্চা তুলে তারা কর্মপরিকল্পনা তুলে ধরেন, তাদের এলাকার গভীর পানির ধান টিকিয়ে রাখার কথা, বাড়িতে স্থানীয় জাতের ফসলের বীজ রাখা, পরিবেশ বান্ধব বৃক্ষ রোপন জলবায়ু অন্যায্যতায় খরা,নদী-খাল ভরাট, কীটনাশক, বজ্রপাত, মাটির স্বাস্থ্য রক্ষায় দাবিগুলো উত্থাপন করেন।

প্রশিক্ষনে সহায়ক হিসাবে দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার সুবীর কুমার সরকার, মুকতার হোসেন, বারসিক মানিকগঞ্জ গবেষণা সহকারী শ্যামায়েল হাসদা।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ