হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জ সদর পুটাইল ইউনিয়নে জয়নগর গ্রামে জয়নগর কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্র আল্পনা সরকারের বাড়িতে বারসিক’র সহযোগিতায় কৃষিপ্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক যুব প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
উক্ত যুব প্রশিক্ষনে নালী, হেলাচিয়া, কুন্দুরিয়া, ধলাই, বেগমনগর, জয়নগর, মান্তাসহ ৭টি গ্রামের ৩২ জন যুব স্বেচ্ছাসেবক টিমের সদস্য ও যুব শিক্ষার্থীগন অংশগ্রহন করেন।
প্রশিক্ষনের মাধ্যমে কৃষিপ্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ে যুবদের সক্ষমতা বৃদ্ধি পায়। এ ছাড়াও প্রশিক্ষনে পরিবেশ-প্রতিবেশ এর মধ্যে সকল উদ্ভিদ ও প্রাণীকে টিকিয়ে রাখতে কৃষি প্রতিবেশ বিদ্যার গুরুত্ব।মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সারের ব্যবহার। নিরাপদ খাদ্য উ’ৎপাদনে স্থানীয় মানুষের জ্ঞান অভিজ্ঞতাকে কৃষি কাজে লাগানো। স্থানীয় বীজের ব্যবহার ও সংরক্ষন বিষয়ে ধারনা প্রদান করা হয়।
জলবায়ু ন্যায্যতায় ক্ষতিগ্রস্থ কৃষকের দাবী নিয়ে যুবকদের করনীয় এবং খাদ্য সার্বভৌমত্ব বিষয়ে প্রশিক্ষনে অংশগ্রহনকারীদের ধারনা অর্জন হয়। অংশগ্রহণকারীরা কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চায় নিজ নিজ বাড়ির কৃষি চর্চা তুলে তারা কর্মপরিকল্পনা তুলে ধরেন, তাদের এলাকার গভীর পানির ধান টিকিয়ে রাখার কথা, বাড়িতে স্থানীয় জাতের ফসলের বীজ রাখা, পরিবেশ বান্ধব বৃক্ষ রোপন জলবায়ু অন্যায্যতায় খরা,নদী-খাল ভরাট, কীটনাশক, বজ্রপাত, মাটির স্বাস্থ্য রক্ষায় দাবিগুলো উত্থাপন করেন।
প্রশিক্ষনে সহায়ক হিসাবে দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার সুবীর কুমার সরকার, মুকতার হোসেন, বারসিক মানিকগঞ্জ গবেষণা সহকারী শ্যামায়েল হাসদা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin