শিরোনাম
সিলেট টিলাগড় থেকে এক সন্দেহভাজন আটক* জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ হত্যা: জাফলং জিরো পয়েন্ট সীমান্তে নতুন লাইনম্যানদের রমরমা চাঁদাবাজির বাণিজ্য তারেক রহমানের হাতে আগামী দিনের আধুনিক বাংলাদেশ হবে: ফয়সল আহমদ চৌধুরী ছাতকের কালারুকা ইউনিয়ন ও পৌরসভার ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মী সভা সুনামগঞ্জে ‘”তওহীদ ভিত্তিক রাষ্ট্রই শ্রমজীবীর অধিকার প্রতিষ্ঠার একমাত্র সমাধান”’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ফেনারবাঁকে মানবিক যুব সংগঠনের চারাগাছ বিতরন জগন্নাথপুরে অতর্কিত হামলায় মৎস্যজীবি দুই যুবক আহত সিলেটে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ হরিরামপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সেঃমি ফাইনাল খেলা অনুষ্ঠিত। সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লার নিখুঁত প্রশাসন স্থানীয়দের কাছে প্রশংসার যোগ্য
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন

ভোলার কাচিয়া টবগী ইপি ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৫৮ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার:

ভোলার বোরহানউদ্দিনে কাচিয়া টবগী ইপি ডিগ্রী কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন ২০২৫) সকালে কলেজের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্র শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি শেখ সাদী হাওলাদার। তিনি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মাকসুদুর রহমান শিহাব। তিনি পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন করার জ্ন্য দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন: গভর্ণিং বডির সদস্য অধ্যাপক ফিরোজ আলম, সহকারী অধ্যাপক মো. বিল্লাল মোল্লা, সহকারী অধ্যাপক মাহাববুর রহমান ও মাওলানা মো. ইয়াহিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক গাজী তাহের লিটন। তিনি বলেন, আগামীর পথচলায় বিদায়ী শিক্ষার্থীদের সৎ, আদর্শবান ও শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তিনি বলেন এই কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি আদর্শ মানুষ গড়ার কারখানা। তিনি, পরীক্ষার্থীদের ভালো ফলাফল করার জন্য পড়াশোনায় মনোনিবেশের ওপর গুরুত্বারোপ করেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন: মধ্য চকঢোষ আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন মাতাব্বর।

পুরো অনুষ্ঠান চমৎকার উপস্থাপনা করে প্রশংসিত হয়েছেন, প্রভাষক আমিনুল ইকরাম। এছাড়া, বিদায়ী পরীক্ষার্থী ও অধ্যয়ণরত শিক্ষার্থীদের পক্ষ হতে মানপত্র পাঠ করা হয়।

ভোলার স্বনামধন্য এই কলেজ হতে এবছর ১৯১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে বলে জানান কলেজ কর্তৃপক্ষ।

প্রাণোবন্ত অনুষ্ঠানটির শেষ পর্যায়ে আবেগঘন পরিবেশে দোয়া পরিচালনা করেন, ভৈরবগঞ্জ ফাযিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইব্রাহীম খলিল।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ