শিরোনাম
দূর্গম চরাঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণের বাচাই পর্ব অনুষ্ঠিত। ছাতক থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ৫ আসামী গ্রেফতার, *কোর্টে প্রেরণ* হরিরামপুরে এক কিশোরীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার। সিলেট টিলাগড় থেকে এক সন্দেহভাজন আটক* জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ হত্যা: জাফলং জিরো পয়েন্ট সীমান্তে নতুন লাইনম্যানদের রমরমা চাঁদাবাজির বাণিজ্য তারেক রহমানের হাতে আগামী দিনের আধুনিক বাংলাদেশ হবে: ফয়সল আহমদ চৌধুরী ছাতকের কালারুকা ইউনিয়ন ও পৌরসভার ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মী সভা সুনামগঞ্জে ‘”তওহীদ ভিত্তিক রাষ্ট্রই শ্রমজীবীর অধিকার প্রতিষ্ঠার একমাত্র সমাধান”’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ফেনারবাঁকে মানবিক যুব সংগঠনের চারাগাছ বিতরন জগন্নাথপুরে অতর্কিত হামলায় মৎস্যজীবি দুই যুবক আহত
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় ৬টি পুলিশ ফাঁড়ির প্রস্তাবনা

স্টাফ রিপোর্টার / ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। পবিত্র ঈদুল আজহা নির্বিঘ্ন ও যথাযথ মর্যাদায় পালিত হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। সেইসাথে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও শহরের যানজট নিরসনের ওপর গুরুত্বারোপ করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন শেরপুর পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, শেরপুর সেনাক্যাম্পের মেজর মো. তারেক, জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. সেলিম মিঞা, এনএসআইয়ের উপ-পরিচালক বশির আহমেদ, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ, শেরপুর প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, প্রমুখ। পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ক বিভিন্ন বিষয় বিবেচনা করে জেলার অভ্যন্তরে ৬টি পুলিশ ফাঁড়ির প্রস্তাবনা দেন। সভায় প্রস্তাবটি গৃহীত হলে ফাঁড়ি স্থাপনের জন্য প্রস্তাবটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে আইন-শৃঙ্খলা রক্ষায় সকলকে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। সভায় ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ