নেত্রকোনা প্রতিনিধি:
ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায়ে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি(বিসিডিএস) কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের আহবানে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বিসিডিএস, নেত্রকোণা জেলা শাখার আয়োজনে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত নেত্রকোণা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা,মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা,ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ কোম্পানি কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা,সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা এই চারটি দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বিসিডিএস,নেত্রকোণা জেলা শাখার সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে ও সহ-সভাপতি সনজিৎ কুমার সাহা রায়(রিন্টু)-এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন সিনিয়র সহ-সভাপতি মোকশেদুল মুর্শেদ, সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দীন,সদস্য মোঃ কাইয়ুম খান উত্থান প্রমুখ।
বক্তারা অনতিবিলম্বে ঔষধ ব্যবসায়ীদের এই চার দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।