শিরোনাম
৪ দফা দাবিতে নেত্রকোণায় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি’র মানববন্ধন অনুষ্ঠিত ১৬ বছরের জমি মামলায় শেষে, ক্ষতিপূরণ ও অবৈধ দখলমুক্তির দাবি করে সংবাদ সম্মেলন  ঝিনাইগাতীতে একযোগেও গোমড়া গুচ্ছ গ্রামের বাসিন্দাদের ভাগ্যে জুটেনি কোরবানির গোস্ত  ফ্যাসিস্ট সরকার দেশ ধ্বংস করে দিয়ে দেশের সম্পদ লুঠ করে পালিয়েছে-সাবেক এমপি মিলন সুনামগঞ্জে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় তারুণ্য নির্ভর বিনির্মাণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটের লাক্কাতুরায় কোরবানীর অস্থায়ী পশুর হাট বসাতে স্থানীয় বিএনপি নেতারা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের একাধিক ডেভিলদের নিয়ে ঐক্য গড়েছেন। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসে নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামূলক-কৃষিজ বীজ,ফুল ও ফলের মেলা ও শিক্ষার্থীদের নিয়ে আর্টক্যাম্প অনুষ্ঠিত হয়।  চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গাঁজা উদ্ধার, স্ত্রী আটক স্বামী পলাতক অকালে না ফেরার দেশে চলে গেলেন পঞ্চম শ্রেণি পড়ুয়া ছাত্রী বিথী  বারহাট্টায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহতের পরিবারের পাশে ইউএনও 
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন

অকালে না ফেরার দেশে চলে গেলেন পঞ্চম শ্রেণি পড়ুয়া ছাত্রী বিথী 

স্টাফ রিপোর্টার / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

নাটোর  প্রতিনিধি :

নিয়ম নীতি সবকিছুকেই হার মানায় এমন একটি ঘটনা ঘটেছে -বুধবার (২১ মে) সন্ধা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে বড়াইগ্রাম উপজেলার মাঝগ্রাঁ ইউনিয়নের আগ্রান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিথী ওই এলাকার কৃষক আবু বক্করের বড় মেয়ে। বিথী স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট। তখন চারদিকে হঠাৎ কালো মেঘে ঢেকে আসে আকাশ, শুরু হয় প্রবল ঝড় ও ভারী বৃষ্টি। সেই সময় বিথী বাড়ির প্রাচীরের পাশে থাকা একটি কলের কাছে হাত-পা ধুচ্ছিল। হঠাৎ করেই প্রচণ্ড ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে বাড়ির পুরনো ও দুর্বল প্রাচীরটি ধসে পড়ে বিথির শরীরে। বিকট শব্দে ভেঙে পড়া প্রাচীরের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে ছোট্ট মেয়েটি। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বাড়িজুড়ে। বিথির পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে উদ্ধার করে এবং দ্রুত বনপাড়া বাইপাসে অবস্থিত বেসরকারি আমেনা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই বিথি মারা গেছে। বিথির নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়ে পরিবার ও এলাকাবাসী।

বিথির চাচাতো ভাই হালিম হোসেন বলেন, ‘এই করুণ মৃত্যু শুধু একটি পরিবারের নয়, একটি গ্রামেরও অপূরণীয় ক্ষতি। স্কুলে ভীষণ মনোযোগী ছিল বিথী । শিক্ষকরা বলতেন, সে বড় হয়ে শিক্ষক হতে চায়, গ্রামের শিশুদের পড়াতে চায়। এমন স্বপ্ন নিয়ে পথচলা ছোট্ট মেয়েটি জীবন নামের পথেই থেমে গেল এক অযত্নে নির্মিত প্রাচীরের নিচে। ছোট্ট বোনটিকে হারিয়ে তিনি নিজেও শোকাহত। বিথির মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের মানুষজন বিথির বাড়িতে ভিড় জমিয়েছেন, সবাই বাকরুদ্ধ।’

এ বিষয়ে বিথির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ