পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনের লক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা/২০২৫ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মেলার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় “জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়”। উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সাংসদ জাহিদুর রহমান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল প্রমুখ। সভা শেষে অতিথি বৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গনমাধ্যম কর্মীসহ অন্যান্য পেশাজীবীর লোকজন উপস্থিত ছিলেন। এবারের মেলায় প্রায় অর্ধশতাধিক স্টল নিয়ে বেশ জাক-জমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে।