শিরোনাম
ছাতকে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  বৃষ্টির পানিতেই দুধকুমারে নদের ডান তীর রক্ষা বাঁধে ধস সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক কারবারি পংকজসহ ৩ জন গ্রেফতার, ৩৫০ উদ্ধার ইয়াবা ৪ দফা দাবিতে নেত্রকোণায় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি’র মানববন্ধন অনুষ্ঠিত ১৬ বছরের জমি মামলায় শেষে, ক্ষতিপূরণ ও অবৈধ দখলমুক্তির দাবি করে সংবাদ সম্মেলন  ঝিনাইগাতীতে একযোগেও গোমড়া গুচ্ছ গ্রামের বাসিন্দাদের ভাগ্যে জুটেনি কোরবানির গোস্ত  ফ্যাসিস্ট সরকার দেশ ধ্বংস করে দিয়ে দেশের সম্পদ লুঠ করে পালিয়েছে-সাবেক এমপি মিলন সুনামগঞ্জে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় তারুণ্য নির্ভর বিনির্মাণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটের লাক্কাতুরায় কোরবানীর অস্থায়ী পশুর হাট বসাতে স্থানীয় বিএনপি নেতারা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের একাধিক ডেভিলদের নিয়ে ঐক্য গড়েছেন। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসে নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামূলক-কৃষিজ বীজ,ফুল ও ফলের মেলা ও শিক্ষার্থীদের নিয়ে আর্টক্যাম্প অনুষ্ঠিত হয়। 
শুক্রবার, ২৩ মে ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

খুলনায় বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৩৮ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫

খুলনা প্রতিনিধি:

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর আয়োজনে ও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)’র সহযোগিতায় বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২ বিষয়ক বিভাগীয় কর্মশালা ২১ মে (বুধবার) সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি সচিব বলেন, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং বিশ্বব্যাংকের সহায়তায় বিবিএস ৩০ জানুয়ারি, ২০২৫ তারিখে জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে দারিদ্র্য মানচিত্র প্রকাশ করে। এই মানচিত্র আমাদের জন্য একটি দিক নির্দেশনা। এটি সরকার, উন্নয়ন সংস্থা এবং গবেষকদের জন্য অগ্রাধিকারমূলক এলাকা চিহ্নিত করতে সহায়তা করবে। তিনি সকল সরকারি দপ্তর ও সংস্থাকে সম্পদের সঠিক বন্টন নিশ্চিত করতে এবং টেকসই নীতি প্রণয়নে বিবিএস এর তথ্য অনুসরণ করতে অনুরোধ করেন। সভাপতির বক্তৃতায় খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার বলেন, দারিদ্র্যসহ যেকোন সমস্যা সমাধানে তথ্যের বিকল্প নেই। এই ম্যাপ থেকে দারিদ্র্যের বাস্তবচিত্র পাওয়া যাবে। দারিদ্র্য কী, কেন হচ্ছে এবং উত্তরণের উপায় যেন ম্যাপের মাধ্যমে উঠে আসে এবিষয়ে গুরুত্ব দেয়ার জন্য সুপারিশ করেন তিনি। কর্মশালায় অতিথিরা বলেন, দারিদ্র্য মানচিত্রের বর্ণ সব জেলা ও বিভাগে এক। টাকার অংকে দারিদ্র্যকে বিবেচনা না করে অন্যান্য নির্দেশক যুক্ত করে কিভাবে দারিদ্র্যকে পরিমাপ করা যায় তা নিয়ে চিন্তা ভাবনার প্রয়োজন। সংখ্যাগত দিক থেকে গুণগত দিকে ধাবিত হতে পারলে এই পদ্ধতিতে গতিশীলতা বাড়বে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব ড. মোঃ মইনুল হক আনছারী, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ও খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)’র উপপরিচালক ও পোভার্টি এন্ড লাইভলিহুড স্ট্যাটিসটিকস সেলের ফোকাল পয়েন্ট মোঃ মহিউদ্দিন আহমেদ। উন্মুক্ত আলোচনাটি সঞ্চালনা করেন পরিসংখ্যান ও তথ্যবিজ্ঞান বিভাগ (এসআইডি) এর যুগ্মসচিব ড. দীপঙ্কর রায়। স্বাগত বক্তৃতা করেন খুলনা বিভাগীয় পরিসংখ্যান দপ্তরের যুগ্মপরিচালক মোঃ আখতার হোসেন।কর্মশালায় বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিশ^ খাদ্য কর্মসূচির প্রতিনিধিরা অংশ নেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ