শিরোনাম
জলাশয় ও ডোবার কচুরিপানা পরিস্কার, মশা নিধনের ঔষধ ছিটানো কার্যক্রম অনুষ্ঠিত আশুরার গুরুত্ব ও তাৎপর্য দোয়ারাবাজারে যুব জমিয়ত বাংলাদেশ এর ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন সভাপতি রায়হান সেক্রেটারী জিয়াউর ব্যবসায়ীকে মারধরের অভিযোগে চুনারুঘাটে দুই ছাত্রলীগ নেতা আটক! ছাড়াতে এনসিপি নেতার তদবিরে তোলপাড় ছাতকে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত  ছাতকে ১ম হাবিবুর রহমান দাবা প্রতিযোগিতা সম্পন্ন ছাতকে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত  বিশিষ্ট সমাজ সেবক স্পেন প্রবাসী আলী হোসেন  কেঅর্জুন ঘোষ এর সৌজন্যে সম্মাননা স্মারক  সিলেট-সুনামগঞ্জ সড়কে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৩ যাত্রী  চুনারুঘাটে অপহরণ নাটকের রহস্য ফাঁস: পুলিশ তদন্তে চমকপ্রদ তথ্য উদঘাটন
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন

ভোলায় আইনজীবী পরিচয়ে প্রতারণা

স্টাফ রিপোর্টার / ৫৮ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

ভোলায় আইনজীবী পরিচয়ে প্রতারণার অভিযোগে কামাল নামে এক মোহরীর লাইসেন্স ৭ দিনের জন্য স্থগিত করা হয়েছে। ভোলা জেলা আইনজীবী সমিতির তথ্যসূত্রে জানা গেছে,মোহারার কামালের বিরুদ্ধে আইনজীবী এড. মিলনের বিরুদ্ধে তার এলাকায় কুৎসা রটনা,নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে ক্লাইন্টের নিকট হইতে ৪১,০০০ টাকা গ্রহণ করলে ভোলা বারের আইনজীবীগন তার অপরাধের বিষয় কথা বলতে গেলে তাদের সাথে অসদাচরণ করলে আইনজীবীগন অভিযুক্ত কামালকে আটক করে বারের সেক্রেটারির নিকট হস্তান্তর করেন।

 

অভিযুক্ত কামালের পক্ষে এড. লিটন তার মহোরি হিসেবে কামালকে সনাক্ত করেন।

 

বিচারকালে মোহরার সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক বলেছেন অভিযুক্তর লাইসেন্স নবায়ন করা থাকলেও সে মোহরার সমিতির ভোটার হন নি।মোহরার সমিতির নিকট অভিযুক্তকে তাহাদের জিম্মায় নেয়ার প্রস্তাব করা হলে মোহরার সমিতি অভিযুক্তকে তাদের জিম্মায় নিতে অপারগতা প্রকাশ করে এবং বলে সে সদস্য হলেও সে কোর্টে কোন কাজ করে না এবং তাকে খুব কম সদস্যরাই চিনে।তার বিরুদ্ধে ইতপূর্বে একাধিক মৌখিক অভিযোগ দেয়া হলেও ব্যবস্থা নেয়া হয় নি।

 

পরে লিখিতভাবে এড. লিটনের জিম্মায় মোহরার কামালকে দেয়া হয়, মোহরার কামাল এর ১৫৭ নং লাইসেন্স ৭ দিনের জন্য স্থগিত করা হয় এবং তাকে শো-কজ করা হয় কেন তার লাইসেন্স স্থায়ীভাবে বাতিল কেন করা হবে না।

 

এ বিষয়ে জানতে চাইলে ভোলা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফরিদুর রহমান বলেন, আইনজীবী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন কামাল নামে ১ ব্যক্তি, পরে এক আইনজীবীর অভিযোগের প্রেক্ষিতে আমরা তাকে তদন্ত করে সনাক্ত করি এবং তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে আইনজীবী সমিতির পক্ষ থেকে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ