ফরিদপুর প্রতিনিধি।
ফরিদপুরের সালথায় পারিবারিক সবজি ও পুষ্টিবাগান তৈরি করে পোস্টটি চাহিদা পূরণের লক্ষ্যে ৫৫ জন কৃষককে বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়েছে। (১৮ মে) দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে উপরে রাখছি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপকরণ হিসেবে ফলের চারা, নেট, পানি ড্রাম, জৈব সারসহ ১৫ প্রকার সবজির বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুদর্শন শিকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক(উদ্যাণ)ঔ কৃষিবিদ মোঃ রাকিবুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদার বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে ওয়ানাবাদি প্রতিজনে ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্প (১ম সংশোধিত) এই কর্মসূচির বাস্তবায়ন করা হচ্ছে। পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত সবজি বিক্রি করে লাভবান হচ্ছে সাধারণ কৃষকেরা।