শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

একই গাছে ৫ প্রকার,খাবার দেয় এটাই বাংলার গৌরব আকাঙ্ক্ষিত তালের শাঁস।

স্টাফ রিপোর্টার / ১৪০ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫

খুলনা প্রতিনিধি:

গ্রিষ্মের ভরা দুপুরে ক্লান্ত পিপাসু লভনীয় চোখে পড়ল  তালের শাঁস।মনে হল খাবার পর সান্ত হবে বা শিতল হবে প্রান। কিন্তু সাময়িক মিল্লো এক চামচ সুস্বাদু পানি

আর নরম বিন্দু শাঁস  খাওয়ার পরও থেকে যায় আশ।

তবুও বাংলার গৌরব একটি গাছে ৫ প্রকার খাবার পরিবেষণ করছে সৃষ্টি কর্তার হুকুমে। পাকা তালে মিষ্টি  গোলা যা দিয়ে পায়েস পিঠা তৈরি করা যায়, দুইনম্বর তালের রস খির ও তাড়ি,তৈরি হয়,৩ নম্বরে সুস্বাদু গুড় তৈরি হয় ৪নম্বরে তালের শাঁস ৫ নম্বরে তালের হাটির মধ্যে সুস্বাদু সাদা শাস। দুরের গ্রাম বাংলা থেকে তাল কেটে এনে শহরের বাজারে বিক্রি করে হত দরিদ্র মানুষেরা বহুকষ্টের কাজ। সব হিসাব অনুযায়ী একটা তালের মুল্য মাত্র ১০ টাকা এই সামান্য মুল্যে আমরা পাচ্ছি  অতি শক্তি ধর প্লাস ভিটামিন ও শরীর ঠান্ডা সুস্বাদু খাবার এবিষয় তালের ব্যাপারী কেসমত ডালী জানায় আমি  প্রতি বছর গ্রামে ঘুরে তালের গাছ কিনি বড় ছোট  সব রকমের গাছ থেকে তাল পেড়ে শহরে এসে বিক্রি করি

শারিরীক কষ্ট হলেও পয়সা ভালো পাই। তাল ক্রেতা মামুন জানায় বছরের ফল ছেলে মায়েদের কিনে খাওনোর চেষ্টা করি। আবার  অনেক অত দরিদ্র তাল কিনার ইচ্ছাও প্রকাশ,করেনা। বর্তমান খুলনা বিভাগে

তালের গাছ খুব ই কম। একি গাছে পাচ্ছি ৫ রকমে খাবার এটাই বাংলার গর্ব।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ