শিরোনাম
রমরমা চাঁদাবাণিজ্য ৯০ ফুট সড়কের ৬০ ফুট দখল করে  গুগল ম্যাপে সীমান্তে বিজিবি চিহ্নিত হলেও গায়েব বিএসএফ ক্যাম্প, নিরাপত্তা ঝুঁকিতে উদ্বেগ রংপুরে চাঁদাবাজির অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্রনেতার পদত্যাগ: কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের আত্মপ্রকাশ  সারী-গোয়াইনঘাট সড়কে  মটর সাইকেল-সিএনজি সংঘর্ষে আহত ৬, নিহত ১ আধ্যাত্মিক নগরী  সিলেট-১ আসনে এমপি পদে লড়তে চান রেজাউল করিম লিটন স্বপ্ন দেখিয়ে পাঁচ মাসের অচলাবস্থা, নীরব দর্শক বিএমবি চেয়ারম্যান নোবিপ্রবি উপ-উপাচার্য! ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার ৩  সাদুল্লাপুরে মহিলা দলের ৩১ দফার লিফলেট বিতরণ।। নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ
শনিবার, ১৭ মে ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

ম্যাডাম ফুলি’ সিমলা পেয়েছিলেন পুরস্কার, কণ্ঠ ছিল মিমির

স্টাফ রিপোর্টার / ২৮ Time View
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫

বিনোদন প্রতিবেদক:

আফসানা মিমিকোলাজ”পরিবার ছাড়া দেখা নিষেধ’, এমন ব্যতিক্রমী স্লোগান নিয়ে ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে নতুন সিনেমা ‘উৎসব’। তানিম নূরের পরিচালনায় এই সিনেমায় কাজ করেছেন বাংলাদেশের খ্যাতনামা একঝাঁক অভিনয়শিল্পী। এর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি। সম্প্রতি ‘উৎসব’–এর নাম ঘোষণা ও শিল্পীদের পরিচয় করিয়ে দেওয়া হয় সংবাদ সম্মেলনে। সেখানেই জীবনের অজানা অনেক কথা ভাগ করে নিয়েছেন মিমি। জানান, কমার্শিয়াল সিনেমায় অভিনয় না করলেও নেপথ্যে ছিলেন—শাবনাজ, পপি, সিমলা, ঋতুপর্ণাসহ অনেকের ডাবিং করেছেন তিনি।

 

জাহিদ-অপি-জয়া-চঞ্চলদের ‘উৎসব’ পরিবার ছাড়া দেখা নিষেধ

১৪ মে ২০২৫

জাহিদ-অপি-জয়া-চঞ্চলদের ‘উৎসব’ পরিবার ছাড়া দেখা নিষেধ

আফসানা মিমি সংবাদমাধ্যমকে জানান, জীবনে অনেক বাণিজ্যিক সিনেমার প্রস্তাব পেলেও শুধু আজিজুর রহমানের ‘দিল’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। সিনেমাটির পর আরও অনেক কমার্শিয়াল সিনেমার প্রস্তাব পেতে থাকেন তিনি। সেই সময়ে মোহাম্মদ হোসেনের পরিচালনায় ‘জনম জনম’ সিনেমায় শাবনাজের ডাবিংয়ের প্রস্তাব পান তিনি। এই থেকে শুরু, শাবনাজের বেশির ভাগ সিনেমায় কণ্ঠ ব্যবহার হয় আফসানা মিমির।

মিমির কথায়, ‘নিজের কণ্ঠ নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম না আমি। বলা যায়, হোসেন ভাইয়ের উৎসাহে ডাবিং করি। কিন্তু দেখলাম, শাবনাজের চেহারা আর অভিনয়ের সঙ্গে আমার কণ্ঠ যেন মিলে যায়। এরপর দেখা যায়, একটা লম্বা সময় শাবনাজের কত সিনেমায় যে ডাবিং করেছি, তার হিসাব নেই। তবে এর মাধ্যমে আমি অনেক সমৃদ্ধ হয়েছি। কারণ, পুরো ইন্ডাস্ট্রির অনেক বাঘা বাঘা অভিনেতা ও পরিচালকের সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছে। যেমন একজনের কথা এখন বলতে ভীষণ ইচ্ছা করছে—রোজী সামাদ, ওনার মতো একজন মানুষের পাশে দাঁড়িয়ে আমি যখন ডাবিং করছিলাম, তখন আমার মনে হচ্ছিল, “ও উনাকে আমি এইভাবে সিনেমায় দেখে বড় হয়েছি।” এ রকম অনেক অনেক মানুষ।’

আফসানা মিমি আরও বলেন, ‘শহিদুল ইসলাম খোকন, উনি তো অনেক নতুন নায়িকাকে নিয়ে কাজ করতেন। ওদের ডাবিং আমার করতে হতো। বা কলকাতা থেকে যখন কেউ আসত, ইন্দ্রানী হালদার বা ঋতুপর্ণাদেরটা করে দিতাম, পপির শুরুর দিকে সিনেমায়ও করেছি।’

 

শহিদুল ইসলাম খোকনের ‘ম্যাডাম ফুলি’ সিনেমায় সিমলার ডাবিং করেছিলেন আফসানা মিমি। সে সময়ের এক মজার এক স্মৃতি স্মরণ করে তিনি বলেন, ‘যেবার ‘‘চিত্রা নদীর পাড়ে’’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল, সেবার ‘‘ম্যাডাম ফুলিও” তালিকায় ছিল। “চিত্রা নদীর পাড়ে”র জন্য আমি মনোনীত হয়েছিলাম, আর “ম্যাডাম ফুলি”র জন্য সিমলা মনোনয়ন পান। সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে পুরস্কার জিতেন সিমলা। মজার কথা হলো, সিমলার ডাবিংও আমারই করা ছিল।’

উল্লেখ্য, ‘উৎসব’–এ অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ আরও অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশনস। সহপ্রযোজক চরকি ও লাফিং এলিফ্যান্ট। গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও শিমুল হক। সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন রাশেদ জামান।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ