জামালপুর প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পৃথক দুই ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে ও সকাল ৯টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত এক জনের নাম খোর্শেদা বেগম (৫৫) । তিনি নিলাক্ষিয়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মৃত তোতা মিয়ার স্ত্রী। তবে শুক্রবার দুপুর আড়াইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) খবর দেওয়া হয়েছে।একদিনে দুটি পৃথক ঘটনায় দুই নারীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় জনমনে সৃষ্টি হয়েছে উদ্বেগ ও রহস্য।
প্রত্যক্ষ ও স্থানীয় এবং পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় গ্রামে পাটক্ষেতে অজ্ঞাত এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় স্থানীয়া। পরে পুলিশ গিয়ে আগুনে পুড়ে যাওয়া অজ্ঞাত মরদেহ উদ্ধার করে। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। অপরদিকে সকাল ৯টার দিকে ফকিরপাড়া গ্রামে নিজ জমিতে পানি দিতে গিয়ে সেচ পাম্প চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন খোর্শেদা বেগম। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। ওই নারীর মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে গেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহে আগুন ধরিয়ে পাটক্ষেতে ফেলে যাওয়া হয়েছে। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্তে পিবিআইকে অবহিত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা জানা যাবে। তিনি আরো জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনাটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।