খুলনা প্রতিনিধি:
কয়রায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর বিশিষ্ট সাংবাদিক আমিরুল ইসলাম কাগজীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৫ মে বৃহস্পতিবার বেলা ১১ টায় প্রতাপ স্মরনী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক শাহাবাজ হোসেনের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর বিশিষ্ট সাংবাদিক আমিরুল ইসলাম। এ সময় তিনি উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের ১৮ কোটি মেধাকে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়নে বাধাগ্রস্থ করার ক্ষমতা কারোর নেই। এই মেধাকে কাজে লাগানোর একমাত্র উপায় হলো জাতিকে পরিকল্পিত উপায়ে সঠিকভাবে শিক্ষিত করে তোলা। বিগত ফ্যাসিস্ট সরকার সেই শিক্ষাকে সবচেয়ে বেশি অবহেলায় পরিচালিত করেছে। তারা শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে দেশকে অস্থিতিশীল করে রেখেছিল। বিগত আওয়ামী সরকার বেশি ব্যস্ত ছিল দেশের অর্থ লুটপাট, চুরিচামারী সহ অর্থ পাচার করা। এই পাচার করা অর্থ সামান্য অংশ যদি শিক্ষাখাতে ব্যায় করতো তা হলে জাতি সু শিক্ষায় শিক্ষিত হতে পারতো। এখন সময় এসেছে সব ক্ষেত্রেই পরিবর্তন আনতে হবে। শিক্ষক রোকনুজ্জামানের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রনজিত কুমার সরকার, শিক্ষক আঃ রহিম, অবসরপ্রাপ্ত মাদ্রাসার সুপার মাওলানা গোলাম মোস্তফা, অভিভাবক সদস্য ফজলুল হক গাজী, শিক্ষার্থী সাদিয়া সুলতানা সিফা, আবিদুজ্জামান রাজা প্রমুখ।