শিরোনাম
ছাতক কলেজ রোডের একটি কম্পিউটার দোকানেদুর্ধর্ষ চুরি।। ৩ লক্ষাধিক টাকা মালামাল খোয়া গেছে  ঝালকাঠির বিনয়কাঠিতে আন্ত:ইউনিয়ন লংপিচ টুর্ণামেন্ট ও পুরস্কার বিতরণী পুতিনের সঙ্গে আমার সাক্ষাৎ না হলে ইউক্রেন ইস্যুর অগ্রগতি হবে না: ট্রাম্প। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে। নগরীতে লিচু বিক্রিতে প্রতারণা! সালথায় ৭০০ পিচ ইয়াবাসহ সহ একজনকে গ্রেফতার করেছে সালথা থানা পুলিশ নীলফামারীর ডোমারে প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ তারেক রহমানের খালাতো ভাই তুহিনের নিজ এলাকায় আগমন ঘিরে নীলফামারী জেলা বিএনপির ব্যাপক প্রস্তুতি  দোয়ারাবাজার প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন

দুর্গাপুরে বজ্রপাতে মারাগেল দুটি গরু       

স্টাফ রিপোর্টার / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

নেত্রকোনা প্রতিনিধি :

দরিদ্র পরিবারে জন্ম জামালের ছোট থেকে কষ্টে বেড়ে উঠা। সংসারের হাল ধরতে পারি জমান ঢাকায় সেখানে দিনমজুরির কাজ করে সে। বছর খানেক আগে ৮০ হাজার টাকা ঋণ করে কিনেন দুইটি গরু। বাড়িতে গরুগুলো লালন-পালন করছিলো তার মা রাবিয়া খাতুন। এরই মধ্যে বুধবার সকালে হঠাৎ ঝড়সহ বজ্রপাত শুরু হলে বজ্রপাতে একসাথেই মারা যায় তার দুইটি গরু। এগুলোই ছিল তার শেষ সম্বল, তাতে যেন ভঙ্গ হলো তার স্বপ্ন । ঘটনাটি ঘটেছে বুধবার সকালে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নেথপাড়া গ্রামে। জামাল ওই এলাকার বাসিন্দা। ঢাকায় দিন দিনমজুরীর কাজ করতো। বর্তমান সেখানে তেমন কাজ না থাকায় বাড়িতে এসেছেন অন্যের জমির ধান কাটতে। জামাল মিয়া দৈনিক দর্পণ টিভিকে বলেন, সকালে আমি গরু দুইটাকে বিলে ঘাস খেতে দিয়ে ধান কাটতে গিয়েছিলাম। হঠাৎ ঝড়বৃষ্টি সহ বজ্রপাত হয় বৃষ্টি কমলে বিল থেকে গরু আনতে যাই। গিয়ে দেখি বজ্রপাতে আমার গরু দুটি মারা গেছে। এই গরুই ছিল আমার শেষ সম্ভব, ঋণ করে কিনেছিলাম। জামালের মা রাবিয়া খাতুন বলেন, আমার ছেলে ঋণ করে গরু দুইটা কিনেছিলো। আমি লালন-পালন করেছি। বাড়িতে অল্প জায়গা আছে কিন্তু সেখানে ঘর নেই। থাকি ভাইয়ের বাড়িতে। ভেবেছিলাম গরু গুলো বিক্রি করে সেখানেই ঘর করবো। কিন্তু গরু মারা যাওয়ায় সব শেষ হয়ে গেছে এ কথা বলতে গিয়ে আহাজারি করেছেন তিনি। এদিকে দুটি গরু মারা যাওয়ায় এক লাখ টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে জামাল। তাই সরকারের পক্ষ থেকে সহযোগিতার দাবি প্রতিবেশীর। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর দৈনিক দর্পণ টিভি কে বলেন আমি শুনেছি অসহায় জামালের দুটি গরু বজ্রপাতে মারা গেছে। তাকে সরকারি সহযোগিতার আওতায় আনার জন্য উর্দ্ধতন কতৃপক্ষের নিকট যোগাযোগ করা হচ্ছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ