শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

দুর্গাপুরে বজ্রপাতে মারাগেল দুটি গরু       

স্টাফ রিপোর্টার / ১১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

নেত্রকোনা প্রতিনিধি :

দরিদ্র পরিবারে জন্ম জামালের ছোট থেকে কষ্টে বেড়ে উঠা। সংসারের হাল ধরতে পারি জমান ঢাকায় সেখানে দিনমজুরির কাজ করে সে। বছর খানেক আগে ৮০ হাজার টাকা ঋণ করে কিনেন দুইটি গরু। বাড়িতে গরুগুলো লালন-পালন করছিলো তার মা রাবিয়া খাতুন। এরই মধ্যে বুধবার সকালে হঠাৎ ঝড়সহ বজ্রপাত শুরু হলে বজ্রপাতে একসাথেই মারা যায় তার দুইটি গরু। এগুলোই ছিল তার শেষ সম্বল, তাতে যেন ভঙ্গ হলো তার স্বপ্ন । ঘটনাটি ঘটেছে বুধবার সকালে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নেথপাড়া গ্রামে। জামাল ওই এলাকার বাসিন্দা। ঢাকায় দিন দিনমজুরীর কাজ করতো। বর্তমান সেখানে তেমন কাজ না থাকায় বাড়িতে এসেছেন অন্যের জমির ধান কাটতে। জামাল মিয়া দৈনিক দর্পণ টিভিকে বলেন, সকালে আমি গরু দুইটাকে বিলে ঘাস খেতে দিয়ে ধান কাটতে গিয়েছিলাম। হঠাৎ ঝড়বৃষ্টি সহ বজ্রপাত হয় বৃষ্টি কমলে বিল থেকে গরু আনতে যাই। গিয়ে দেখি বজ্রপাতে আমার গরু দুটি মারা গেছে। এই গরুই ছিল আমার শেষ সম্ভব, ঋণ করে কিনেছিলাম। জামালের মা রাবিয়া খাতুন বলেন, আমার ছেলে ঋণ করে গরু দুইটা কিনেছিলো। আমি লালন-পালন করেছি। বাড়িতে অল্প জায়গা আছে কিন্তু সেখানে ঘর নেই। থাকি ভাইয়ের বাড়িতে। ভেবেছিলাম গরু গুলো বিক্রি করে সেখানেই ঘর করবো। কিন্তু গরু মারা যাওয়ায় সব শেষ হয়ে গেছে এ কথা বলতে গিয়ে আহাজারি করেছেন তিনি। এদিকে দুটি গরু মারা যাওয়ায় এক লাখ টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে জামাল। তাই সরকারের পক্ষ থেকে সহযোগিতার দাবি প্রতিবেশীর। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর দৈনিক দর্পণ টিভি কে বলেন আমি শুনেছি অসহায় জামালের দুটি গরু বজ্রপাতে মারা গেছে। তাকে সরকারি সহযোগিতার আওতায় আনার জন্য উর্দ্ধতন কতৃপক্ষের নিকট যোগাযোগ করা হচ্ছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ