ঝালকাঠি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য’র হত্যাকারীদের দ্রæত বিচার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সরকারি নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদল। বৃহস্পতিবার (১৫ই মে) বেলা ১১টায় সরকারি নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাকিব গাজীর নেতৃত্বে কলেজের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সদস্য সচিব নাঈম আহমেদ হিমেল, যুগ্ন আহবায়ক সজল খলিফা, ছাত্রনেতা রাতুল গাজী এবং কলেজ ছাত্রদলের সকল নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানবন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাকিব গাজী বলেন,“যদি রক্তের প্রয়োজন হয় তাহলে ছাত্রদল রক্ত দিবে কিন্তু আমরা আর একটি লাশও দেখতে চাই না। ছাত্রদলের রক্ত সস্তা নয়! প্রতিফোঁটা রক্তের হিসাব হবে ইনশাআল্লাহ।” ছাত্রদল নেতা রাতুল গাজী বলেন,“ছাত্রদল শুধু প্রতিবাদ কর্মসূচি পালন করতে জানে- তা না, ছাত্রদল প্রতিরোধও গড়ে তুলতে পারে। আমাদের সহযোদ্ধার মৃত্যুতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়।