শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

রাজবাড়ীতে ট্রাকচাপায় যুবক নিহত, আহত ২

স্টাফ রিপোর্টার / ৮১ Time View
Update : বুধবার, ১৪ মে, ২০২৫

রাজবাড়ী  প্রতিনিধি:

রাজবাড়ীতে ট্রাকচাপায় আলামিন সরদার (২২) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুই যুবক।

বুধবার (১৪ মে) দুপুর ২ টার দিকে সদর উপজেলার আলাদিপুর এলাকায় রাজবাড়ী জুট মিলের সামনে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলামিন সরদার রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের ভগিরথপুর গ্রামের সামাদ সরদারের ছেলে।

আহতরা হলেন- মুলঘর ইউনিয়নের ভগিরথপুর গ্রামের নাছির শেখের ছেলে ইয়াছিন শেখ (২৪) ও বিলনয়াবাদ গ্রামের সালাম প্রামানিকের ছেলে শিমুল প্রামানিক (২২)। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।

 

নিহত আলামিনের প্রতিবেশী চাচা হাসান শেখ বলেন, আলামিন, ইয়াছিন ও শিমুল আলাদিপুরের রাজবাড়ী জুট মিলে শ্রমিকের কাজ করে। দুপুর ২ টার সময় জুট মিল ছুটির পর তারা তিনজন একই মোটরসাইকেলে করে বাড়ি (মুলঘর) যাওয়ার উদ্দেশ্যে মিল থেকে বের হয়ে মহাসড়কে ওঠামাত্রই রাজবাড়ী থেকে গোয়ালন্দমোড়গামী একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হয়। আলামিন মোটরসাইকেলটি চালাচ্ছিল, যে কারণে সে মাথায় একটু বেশি আঘাত পায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে সেখানকার জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন এবং ইয়াছিন ও শিমুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

রাজবাড়ী জুট মিলের অ্যাসিস্টেন্ট প্রোডাকশন অফিসার মো. ইলিয়াস বলেন, আহত ইয়াছিন ও শিমুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তাদের ঢাকায় নেয়া হচ্ছে।

 

আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, দুর্ঘটনার পর চালক ও হেলপার ট্রাকটি সড়কের পাশে রেখে পালিয়েছে। নিহতের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ