শিরোনাম
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের ৩দিন ব্যাপী মা মনসার যাত্রা পালা অনুষ্ঠিত  কালিহাতীর নবাগত ওসির সাথে জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতী ইউনিটের মতবিনিময় সভা অভয়নগরে জামায়াতে ইসলামীর শুকরানা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত খালের পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু খুলনার দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা কেসিসি এলাকায় কোরবানি পশুর হাট ব্যবস্থাপনা বিষয়ে সভা অনুষ্ঠিত সীমান্ত দিয়ে আসছে ভারতীয় গরু নীলফামারী রিপোর্টার্স ক্লাবের সাথে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে আওয়ামী লীগের সিনিয়র নেতা মাসুম চেয়ারম্যান আটক  কয়রায় পার্টনার প্রকল্পের উত্তম কৃষি চর্চা সার্টিফিকেশন প্রশিক্ষণ 
বুধবার, ১৪ মে ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন

কেসিসি এলাকায় কোরবানি পশুর হাট ব্যবস্থাপনা বিষয়ে সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৩ Time View
Update : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

খুলনা প্রতিনিধিঃ-

নগরীর জোড়াগেট পাইকারী কাঁচা বাজার চত্বরে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) পরিচালিত কোরবানি পশুর হাট ব্যবস্থাপনা বিষয়ে এক সভা ১৩ মে (মঙ্গলবার) বিকালে কেসিসি শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় খুলনার বিভাগীয় কমিশনার ও কেসিসি’র প্রশাসক মোঃ ফিরোজ সরকার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সভাপতি বলেন, গত বছরের ন্যায় এবারও জোড়াগেট পাইকারী কাঁচা বাজার চত্বরে পশুহাট পরিচালনায় ব্যত্যয় হবে না। সুষ্ঠুভাবে পশুহাট পরিচালনার জন্য বিভিন্ন দপ্তরের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এসময় তিনি আরও বলেন, পশুর হাটে কেউ যেন কোন রকম অনিয়ম বা চাঁদাবাজির মত কোন কার্যকলাপ ঘটাতে না পারে সেদিকে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর থাকবে। হাটে পশু ক্রয়-বিক্রয়ের সময় জাল টাকার ব্যবহার যেন না হয় সেজন্য হাটের স্থাপিত ব্যাংকের বুথে মেশিনের মাধ্যমে জাল টাকা শনাক্ত করার সুবিধা থাকবে। দূর থেকে এই হাটে আনা পশু কেউ যেন জবরদস্তি করে গাড়ি থেকে নামিয়ে নিতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকবে। বিক্রেতারা যেন হাটের ভিতর বিশ্রাম করতে পারে সেজন্য ছোট ছোট শেড এর ব্যবস্থার পাশাপাশি টয়লেট ব্যবহারের ব্যবস্থা রাখা হবে। হাটে পর্যাপ্ত পানির সরবরাহের জন্য ওয়াসা ব্যবস্থা নেবে। অতিরিক্ত গরমে মানুষ ও পশু অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার ব্যবস্থা রাখা হবে বলে তিনি জানান। সভায় খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট দীপংকর দাশ, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) সুদর্শন কুমার রায়, কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী (চলিত দায়িত্ব) মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, কেসিসি’র ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কেসিসি’র বিভিন্ন শাখার কর্মকর্ত-সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ