শিরোনাম
নবীগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ থানায় জিডি ৫ দিনেও উদ্ধার হয়নি ছাত্রী বাংলাদেশের একটুকরো কাশ্মীর” পাঁচগাও, কলমাকান্দা-নেত্রকোনা। আব্দুল আহাদের  নামে ওপ পচারের  প্রতিবাদ সভা করে ইউনিয়ন বিএনপি মঠবাড়িয়ায় মিথ্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া করে জমি দখলের অভিযোগ রাজারহাটে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনের ১দফা দাবিতে সংলাপ অনুষ্ঠিত খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ছাত্রকে সাময়িক বহিষ্কার বাংলাদেশ প্রাথমিক বিদ‍্যালয় সহকারী শিক্ষক সংগঠন এর ঐক্য জোট এর মতবিনিময় সভায় বক্তারা আমরা সবাই ঐক্যবদ্ধ,ন‍্যায‍্য দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে রাজবাড়ীতে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা ঝিনাইগাতীতে ২৫ বছর ধরে বিনা চিকিৎসায় শিকলে বন্ধি মানসিক ভারসাম্যহীন শিফানী খাতুন  বোরহানউদ্দিনে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারীর শ্লীলতাহানির চেষ্টা
রবিবার, ০৪ মে ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন

মঠবাড়িয়ায় মিথ্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া করে জমি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার / ১০ Time View
Update : শনিবার, ৩ মে, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি  :

পিরোজপুরের মঠবাড়িয়ায় মিথ্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে সেনা সদস্য সহ তার পরিবারের লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের বড় মাছুয়া গ্রামে। সরেজমিনে গিয়ে জানা যায়, বড় মাছুয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন হেমায়েত উদ্দিন গাজীর রেকর্ডীয় সম্পত্তি নিয়ে বিজ্ঞ আদালতে প্রায় ৩১ বছর যাবত দেওয়ানী (রেকর্ড সংশোধনী, মামলা নং-১৩৬/৯৪) মামলা চলামান রহিয়াছে। মামলার বাদী আবুল হাশেম এর মৃত্যুর পরে তার পুত্র ফজলুর রহমান বাদী হন। ফজলুর রহমানের মৃত্যুর পরে তার ছেলে বর্তমান সেনা সদস্য আতিক আল হেলাল ওরফে পিঞ্জু জমি পাওয়ার দাবীতে প্রায় সময় ছুটিতে এসে জমি দখলের পায়তারা চালায়। জানা যায়, আতিক আল হেলাল বর্তমানে ১১ সিগন্যাল ব্যাটালিয়ান, ঢাকা সেনানিবাসে কর্মরত আছে।

 

তারই ধারাবাহিকতায় গত ০৩ নভেম্বর ২০২৪ ইং তারিখ আতিক আল হেলাল ওরফে পিঞ্জু, তার ভাই মেহেদী হাসান নাঈম, স্ত্রী আমিনা আক্তার, মা পুতুল বেগম, নজরুল খাঁ’র ছেলে সুমন খাঁ সহ স্থানীয় ভাড়াটিয়া লোকজন নিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে চলমান মামলার বিবাদী হেমায়েত গাজীর রেকর্ডীয় ও ভোগদখলীয় জমি জোর পূর্বক দখল করে নেয়। সেই সাথে বন্ধ করে দেয় ৬৫ বছর যাবত ব্যবহৃত হেমায়েত গাজীর বাড়ির প্রবেশ পথ। উক্ত ঘটনায় গত ৪ নভেম্বর ২৪ তারিখ হেমায়েত গাজী মঠবাড়িয়া থানায় অভিযোগ দায়ের করলে তদন্তকারী কর্মকর্তা সরেজমীন তদন্তে ঘটনার সত্যতা পেয়ে উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসতে বলেন। এদিকে হেমায়েত গাজী যথা সময়ে থানায় উপস্থিত হলেও আতিক আল হেলাল থানায় হাজির হয়নি। তারপর গত ১১ নভেম্বর ২০২৪ ইং তারিখ মৃত ফজলুল হক আকনের ছেলে মেহেদী হাসান ওরফে নাঈম আকন, সেনা সদস্য আতিক আল হেলাল ওরফে পিঞ্জুর স্ত্রী আমিনা আক্তার, মা পুতুল বেগম, নজরুল খাঁ এর ছেলে সুমন খাঁ সহ ভাড়াটিয়া লোকজন নিয়ে জোরপূর্বক দখলকৃত জমিতে ঘর উত্তোলনের পায়তারা চালায়। তখন হেমায়েত গাজীর ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আল আমিন প্রতিবাদ করলে তার উপরে হামলা চালায় এবং খুনের হুমকি দেয়। উক্ত ঘটনায় আল আমিন মঠবাড়িয়া থানায় একটি জিডি (নং ৫৭০/২৪) করেন। গত ০২ জানুয়ারি ২০২৫ ইং তারিখ সেনা সদস্য আতিক আল হেলালের শ্বশুর কবির হোসেন ভুক্তভোগী আল আমিনকে আতিক আল হেলাল কর্তৃক দখলকৃত জমি ছেড়ে দিতে বলেন। জমি না ছাড়লে আতিকের ভাই নাঈমকে দিয়ে খুন করাবে ও তার মেয়ে আমিনা আক্তারকে দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি প্রদান করেন। যার অডিও রেকর্ড রয়েছে। তারই ধারাবাহিকতায় গত ০৯ এপ্রিল ২০২৫ ইং তারিখ আলামিন তার নিজ বসত বাড়ির ভিতরে ৮-১০ জন শ্রমিক নিয়ে পুরনো পুকুর সংস্কার করার সময় প্রতিপক্ষ আতিক আল হেলাল ওরফে পিঞ্জুর স্ত্রী আমিনা বেগম তার মা পুতুল বেগম ভাই মেহেদী হাসান ওরফে নাঈম আকন সহ ভাড়াটিয়া লোকজন নিয়ে দেশীয় অস্ত্র সহ আল আমিন এর বাড়ির ভিতরে অনধিকার প্রবেশ করিয়া তার উপর অতর্কিত হামলা চালায়। তখন ঘটনাস্থলে ১০-১২ জন লোকের উপস্থিতিতে আমিনা আক্তার আল আমিন কর্তৃক তার শ্বাশুরীকে কোপ দেওয়ার নাটক সাজায় এবং পূর্ব পরিকল্পনা মোতাবেক মিথ্যা মামলায় ফাঁসানোর লক্ষ্যে নিজ ঘরে গিয়ে তার শ্বাশুরি পুতুলের মাথা কেটে ক্ষত করে গত ১১ এপ্রিল ২০২৫ তারিখ মঠবাড়িয়া থানায় দা দিয়ে কোপ দেওয়ার অভিযোগ এনে আল আমিন ও তার পরিবারের ৮ সদস্যকে আসামী করে মিথ্যা মামলা দায়ের করেন। একই দিন দুপুর দুইটার দিকে আতিকের ছোট ভাই নাঈম তাদের বসত ঘরের পাশে থাকা লাকড়ীর ঘরের চালের পথিলিন, খড়-কুটা ও শুকনা পাতায় আগুন জ্বালিয়ে আল আমিন ও অন্য আসামীদের উপর দোষ চাপায় এবং দখলকৃত জমিতে উঠানো ছাপড়া ঘর নিজেরা ভাংচুর করে সেই অভিযোগও চাপিয়ে দেয় ভুক্তভোগী পরিবারের উপর। মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন ভুক্তভোগী আল আমিন, তার পরিবারের লোকজন ও এলাকাবাসী। এ বিষয়ে জানতে চাইলে ঘটনার প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান মুন্সি, নুরুল হক হাওলাদার, আব্দুল হাকিম হাওলাদার, ইসমাইল হাওলাদার সহ অন্যান্যরা বলেন, আদালতের রায় ছাড়া চলমান মামলার জমি আতিক আল হেলাল গংরা ক্ষমতার দাপট দেখিয়ে জোর পূর্বক দখল করে আইন অমান্য করার মতো মারাত্মক অপরাধ করেছে। সেই সাথে আল আমিনকে ঘায়েল করার জন্য

 

আতিক আল হেলালের স্ত্রী আমিনা আক্তারকে দিয়ে মিথ্যা মামলা করার মতো জঘণ্য কাজ করেছে। আমরা প্রশাসনের কাছে বিষয়টি সুষ্ঠ তদন্ত স্বাপেক্ষে ষড়যন্ত্রের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই। এ বিষয়ে জানতে চাইলে আল আমিনের স্ত্রী বলেন, আমাদের কে মিথ্যা মামলায় ফাঁসিয়ে বাড়ি ছাড়া করে বাড়ির মধ্যে থাকা কাঠ, রড, পাইপ, সিকিউরিটি বাল্ব সহ অন্যান্য মূল্যবান জিনিস পত্র চুরি করে নিয়ে গেছে। অন্যদিকে আমার স্বামীকে মারধরের ঘটনায় করা মামলা প্রত্যাহারের জন্য অনবরত চাপ প্রয়োগ করে আসছে। মামলা প্রত্যাহার না করলে আমাদের সবাইকে ঘরের মধ্যে আটকে বাইরে থেকে তালা দিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করার হুমকি দিয়েছে আতিকে স্ত্রী আমিনা, আতিকের ভাই নাঈম এবং আতিকের মা পুতুল। গত ১ মে ২০২৫ তারিখ আতিকের শশুর কবির মিয়া, আতিকের স্ত্রী আমিনা এবং আতিকের মা পুতুল সহ ১০-১২ জন সশস্ত্র সন্ত্রাসী নিয়ে পুনরায়ঃ আমাদের বসত ঘরের পাশ ঘেঁষে কাটাতারের বেড়া দিয়ে আটকে দিয়েছে। তখন আমরা ঘরের বাইরে বের হলে রক্তের বন্যা বয়ে যাবে, কুপিয়ে হত্যা করবে এবং নিজেরা নিজেদের কুপিয়ে আবারও মিথ্যা মামলা করার হুমকি দেয় আতিকের শ্বশুর কবির মিয়া। আমার কাছে তার ভিডিও ফুটেজ রয়েছে। ওরা খুবই জঘণ্য এবং ভয়ংকর চরিত্রের মানুষ যেকোনো সময় আমাদের হত্যা করতে পারে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতা এবং আতঙ্কে দিনাতিপাত করছি। সম্পূর্ণ ঘটনার সুষ্ঠ তদন্ত এবং সঠিক প্রদানের জন্য আমি প্রশাসনের কাছে সবিনয় অনুরোধ এবং মাননীয় সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করছি। বিষয়টি সম্পর্কে জানার জন্য অভিযুক্ত পুতুল বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা জমি পাবো তাই দখল করেছি। বিষয়টি সম্পর্কে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে উভয় পক্ষের মামলা নিয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত স

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ