শিরোনাম
হরিরামপুরে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী- মুহাম্মদ জাহিদুর রহমানের নির্বাচনী প্রচারণা। সুনামগঞ্জে ইরা-সিআরইএ প্রকল্পের উদ্যোগে দুই দিনব্যাপী ‘অভিযোজন এক্সপো’ মেলার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া সাদা পাথর কান্ডে সিলেটের ডিসি,ইউএনও অপসারিত হলেও ওসি আদনান বহাল তবিয়ত! খুঁটির জোর কোথায়? গৃহস্থলী জ্বালানি গ্যাসের দাবিতে, ব্রাহ্মণবাড়িয়াতে চলতেছে মিছিল সমাবেশ। হরিরামপুরে বিএনপির রাজনীতিতে জনপ্রিয়তার শীর্ষে-আবুসাদাত ইমনেই চলছে চেয়ারম্যান-সচিববিহীন তোয়াকুল ইউপি, সেবা কার্যক্রম ব্যাহত ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির কমিটিতে ত্যাগীদের পরিবর্তে স্থান পেয়েছে আওয়ামী লীগের দোসররা! ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার আসামী ১২ সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের র‌্যালি,পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও ফলজ-বনজ বৃক্ষরোপন সিলেট বক্ষব্যাধি ক্লিনিকের পরিচ্ছন্নকর্মীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন

কাশিমপুরে এ ওয়ান ফ্যাক্টরিতে শ্রমিক অসন্তোষ, মোস্তাক আহমেদের হস্তক্ষেপে সমাধান

স্টাফ রিপোর্টার / ৭৯ Time View
Update : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

গাজীপুরের কাশিমপুর থানাধীন ৫নং ওয়ার্ডের শৈলডুবি এলাকায় অবস্থিত ‘এ ওয়ান’ নামক চায়না ব্যাগ তৈরির কারখানায় শ্রমিক অসন্তোষের জেরে বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন কারখানার শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ, কারখানাটিতে চীনা নাগরিকরা নিয়মিত বাঙালি শ্রমিকদের সঙ্গে অমানবিক আচরণ করেন। প্রতিষ্ঠানটি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত না করায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, সামান্য প্রতিবাদ করলেই চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দেওয়া হয়। এমনকি গত ২৩ এপ্রিল এক নারী শ্রমিককে লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে বলে দাবি করেছেন শ্রমিকরা।

শ্রমিক প্রতিনিধি রোমান আহমেদ জানান, “কারখানাটি নতুন হওয়ায় এখানে কমপ্লায়েন্সের কোনো কার্যকর ব্যবস্থা নেই। কর্তৃপক্ষ আমাদের দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাব। আমরা ৮ দফা দাবি পেশ করেছি।”

বিষয়টি জানানো হলে জমির মালিক মোস্তাক আহমেদ দ্রুত পদক্ষেপ নেন। তিনি সরাসরি শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং যৌক্তিক বলে বিবেচনা করেন। এরপর তিনি প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি চীনা প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন এবং শ্রমিকদের যৌক্তিক দাবি মানার আহ্বান জানান।

মোস্তাক আহমেদের মধ্যস্থতায় চীনা কর্মকর্তারা শ্রমিকদের দাবি মেনে নিতে সম্মত হন। পরবর্তীতে একটি লিখিত নোটিশের মাধ্যমে দাবিগুলো মেনে নেওয়ার ঘোষণা দেওয়া হয়। নোটিশ দেওয়া হলে এতে শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেন এবং কর্মস্থলে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দেন। তাদের মতে, মোস্তাক আহমেদের মানবিক উদ্যোগেই পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধান হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ