সিলেট বুলেটিন ডেস্ক:
বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ছোট প্লাস্টিক বোতল, স্ট্র এবং সসের প্যাকেট নিষিদ্ধের পরিকল্পনা প্রায় চূড়ান্ত। প্লাস্টিক প্রস্তুতকারক সংস্থাগুলোর সঙ্গেও এ বিষয়ে সমঝোতা হয়েছে। অচিরেই এ প্লাস্টিক পণ্যগুলো নিষিদ্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে ‘প্লাস্টিক দূষণ রোধে করণীয় ও পরিচ্ছন্নতা অভিযান’ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি।
এ সময় পরিবেশ উপদেষ্টা পলিথিন ব্যাগ বন্ধ না হওয়ার কারণও ব্যাখ্যা করেন। তিনি বলেন, বিশ্বব্যাপী বহু কর্মসংস্থান পেট্রোলিয়ামকেন্দ্রিক হওয়ায় প্লাস্টিক নিষেধাজ্ঞা কার্যকর সহজ নয়। বহুল ব্যবহারের কারণে রাতারাতি বাজার থেকে প্লাস্টিক তুলে দেওয়াও সম্ভব নয়। এর পেছনে আমাদের মানসিকতাও জড়িত।
আমরা ব্যাগে সামান্য রক্ত লাগলে নিতে চাই না। এজন্য বিকল্প তৈরির মধ্য দিয়ে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। বিপুল পরিমাণ পাটের ব্যাগ উৎপাদন করে ভর্তুকি মূল্যে সরবরাহ করা হবে। এসময় প্লাস্টিক দূষণ বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা।