শিরোনাম
সুনামগঞ্জের মধ্যনগরে বিজিবি”র যৌথ অভিযানে চৌদ্দলাখ ৭০ টাকার অবৈধ ভারতীয় ব্লেজারের কাপড় আটক সিংগাইরে আইনগত সহায়তা বিষয়ক উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত। সামনের দিনে দেশ আরো অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা আছে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সাংবাদিক জাহিদুল ইসলাম অনিকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি -বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখা। সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত শাহজালাল সার কারখানার শ্রমিক-কর্মচারীরা। কর্মসূচি পালন করেন বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে হরিরামপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস -২০২৫ উদযাপিত। কোম্পানীগঞ্জে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনের সব দলীয় পদ স্থগিত ভোলাগঞ্জ পর্যটন স্পট সাদাপাথর থেকে কয়েকশ কোটি টাকার পাথর লুট- । তামাবিল স্থলবন্দর ও কাষ্টমসের অনিয়ম এখন নিয়ম! মানিকগঞ্জে পদ্মার চড়ে ভূমি দস্যুর দাপট — ভাঙ্গনে ভিটেমাটি হারিয়ে দিশেহারা শতাধিক পরিবার।
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

সুরমা নদী থেকে ভাসমান অবস্হায় লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার / ৮৭ Time View
Update : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিনিধি:

ঢাকার মতিঝিল বাসা থেকে গতকাল সন্ধ্যায় বের হয়েছিলেন তিনি। শুক্রবার (১৮ এপ্রিল) তাকে মরদেহ পাওয়া যায় সিলেটে সুরমা নদীতে। ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে দক্ষিণ সুরমার কদমতলী দরিয়া শাহ মাজার সংলগ্ন সুরমা নদী থেকে মরদেহ উদ্ধার করে এসএমপির দক্ষিণ সুরমা থানা পুলিশ।

নিহতের বাড়ি কুমিল্লা জেলায়, বর্তমানে ঢাকার মতিঝিলে সরকারি কোয়ার্টারে ভাড়া বাসায় থাকতেন। প্রাথমিকভাবে তার নাম সোহরাব হোসেন বলে জানা গেছে। তিনি ঢাকার ফকিরাপুলে শান্তি পরিবহনের কাউন্টারে চাকরি করতেন। তিনি গতকাল সন্ধ্যার দিকে ঢাকা বাসা থেকে বের হন।

পুলিশ জানায় নিহতের সাথে পাওয়া দুটি বাটন ফোন থেকে নাম্বার সংগ্রহ করে নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। নিহতের স্ত্রীর সাথে আলাপ কালে এসব তথ্য পাওয়া যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের বয়স আনুমানিক ৫৮ বছর হবে। তাঁর পরণের নীল রংয়ের শার্ট ও বাদামি রংয়ের প্যান্ট, কালো বেল্ট দিয়ে ইন করা অবস্থায় ‍ছিল এবং সঙ্গে মোবাইল সেটও পাওয়া গেছে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তাছাড়া নিহতের ঘটনাটি হত্যা না অন্য কিছু খতিয়ে দেখা হচ্ছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ