নিজস্ব প্রতিনিধি:
ঢাকার মতিঝিল বাসা থেকে গতকাল সন্ধ্যায় বের হয়েছিলেন তিনি। শুক্রবার (১৮ এপ্রিল) তাকে মরদেহ পাওয়া যায় সিলেটে সুরমা নদীতে। ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে দক্ষিণ সুরমার কদমতলী দরিয়া শাহ মাজার সংলগ্ন সুরমা নদী থেকে মরদেহ উদ্ধার করে এসএমপির দক্ষিণ সুরমা থানা পুলিশ।
নিহতের বাড়ি কুমিল্লা জেলায়, বর্তমানে ঢাকার মতিঝিলে সরকারি কোয়ার্টারে ভাড়া বাসায় থাকতেন। প্রাথমিকভাবে তার নাম সোহরাব হোসেন বলে জানা গেছে। তিনি ঢাকার ফকিরাপুলে শান্তি পরিবহনের কাউন্টারে চাকরি করতেন। তিনি গতকাল সন্ধ্যার দিকে ঢাকা বাসা থেকে বের হন।
পুলিশ জানায় নিহতের সাথে পাওয়া দুটি বাটন ফোন থেকে নাম্বার সংগ্রহ করে নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। নিহতের স্ত্রীর সাথে আলাপ কালে এসব তথ্য পাওয়া যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের বয়স আনুমানিক ৫৮ বছর হবে। তাঁর পরণের নীল রংয়ের শার্ট ও বাদামি রংয়ের প্যান্ট, কালো বেল্ট দিয়ে ইন করা অবস্থায় ছিল এবং সঙ্গে মোবাইল সেটও পাওয়া গেছে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তাছাড়া নিহতের ঘটনাটি হত্যা না অন্য কিছু খতিয়ে দেখা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin