শিরোনাম
চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠায় গর্বের বাকেরগঞ্জের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান জগন্নাথপুরে ২৫ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সিলেটে ভাই হয়ে বোনের কাছে বিশ লক্ষ টাকা চাঁদা দাবি, শংকিত প্রবাসী পরিবার ! পীরগঞ্জে স্কুল শিক্ষকের রাজস্বীক বিদায় ছাতকে ভারতীয় চিনি সহ এক চোরাকারবারি গ্রেফতার  মধ্যনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক”অমল”গ্রেফতার শাল্লায় বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে  গোয়াইনঘাটের বিছনাকান্দি সীমান্তে এস আই রাকিবের তত্বাবধানে বেপরোয়া চোরাচালান বানিজ্য একাধিক মামলার আসামি শুটার হান্নান কারাগারে
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন

সুনির্দিষ্ট পরিষ্কার রোডম্যাপ চাই: বিএনপি নেতা আব্দুস সালাম 

স্টাফ রিপোর্টার / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

বগুড়া  প্রতিনিধি:

বগুড়ায় রাজশাহী বিভাগীয় জেলা/মহানগর ভিত্তিক বিএনপিসহ অঙ্গ অসহযোগী সংগঠনের পর্যালচনা সভা অনুষ্ঠিত। নির্বাচন নিয়ে গরিমসি করা হলে দেশে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মাথাচাড়া দিতে পারে।বৃহস্পতিবার বিকেল ৩টায় বগুড়া শহরের একটি মোটেলে রাজশাহী বিভাগের জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম বলেন,বিএনপি ১৬ বছর ধরে রাজপথে গণতন্ত্রের জন্য লড়ছে। ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আন্দোলন করছি। নির্বাচন নিয়ে কারও কোনো তালবাহানা মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেন,বিএনপি প্রথম থেকেই নির্বাচনকালীন সরকারের কাছে একটি পরিষ্কার রোডম্যাপ চেয়ে আসছে। তারা কত সময় চান, কী সংস্কার করবেন, নির্বাচন কবে হবে এসব বিষয় এখনো অস্পষ্ট। এই অনিশ্চয়তা ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ করে দিচ্ছে।বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, “শেখ হাসিনা শুধু গণতন্ত্র নয়, আওয়ামী লীগেরও কবর রচনা করেছেন। আজ দেশের মানুষ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত। অথচ বিএনপি বারবার নির্বাচনের দাবি জানিয়ে এসেছে। এই দেশ জনগণের, ক্ষমতার মালিকও জনগণ। তিনি অভিযোগ করে বলেন, “গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারত পালিয়ে গেছেন এবং সেখান থেকে বসে ষড়যন্ত্র করছেন। কিন্তু বিএনপি কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না। জনগণের ভোটেই বিএনপি ক্ষমতায় আসতে চায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক। সঞ্চালনায় ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জারিফ তুহিন, যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদলের সহ-সভাপতি জাহির রায়হান আহমেদ, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ