শিরোনাম
সিলেট সীমান্তে ম র ছে মানুষ, নেপথ্যে কী? জলমহাল লু টে র অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার পদ স্থগিত প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে ধ র্ষ ণে র শিকার তরুণী সিলেটে পাথর-বালু কোয়ারি গুলোতে পাথর-বালু প্রকাশ্যে লুট সিলেটের কানাইঘাটের সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী ও চোরাকারবারী চক্রের গডফাদার কুখ্যাত হাছন আহমদ লক্ষ্মীপুরে ১০ লাখ টাকার মালামাল জব্দ ও সিলগালা পাঁচদিন ধরে খোঁজনেই এডিসি রাশেদুলের ঢাকা সাভার আশুলিয়ায় কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগ, সৎ বাবা গ্রেফতার “ ঔষধ প্রশাসন অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তাদের ছত্রছায়ায় প্রাণঘাতী ঔষধে বাজার সয়লাব ছাতকে সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি গ্রেপ্তার 
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন

পবিত্র শ্যামপুর শরিফের উরুস মোবারক পালিত হতে চলেছে 

স্টাফ রিপোর্টার / ৪৪ Time View
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী পন্ডিত ও চিন্তাবিদ সুন্নাত ওয়াল জামাতের বিশ্ব বিখ্যাত প্রায়ত পীর সৈয়দ শাহ সুফি আল্লামা হজরত মাওলানা আল্লামা অসিমুদ্দিন শাহ আল কাদেরী র উরুস মোবারক আগামী কাল অনুষ্ঠিত হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পূর্ব এর শ্যামপুর শরিফে। প্রতি বছরের ন্যায় এই বছরও পালিত হবে উরুস মোবারক। এই পবিত্র উরুস মোবারক উপলক্ষে আমার পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় থেকে এবং বাংলাদেশের বিভিন্ন যায়গায় থেকে হাজার হাজার মুরিদদের দল নেক আমলের জন্য ও দোয়া র জন্য হাজির হয়।প্রায়ত ইসলামী চিন্তাবিদ ও আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্ব বিখ্যাত পীর সৈয়দ শাহ সুফি আল্লামা হজরত মাওলানা অসিমুদ্দিন শাহ আল কাদেরী ও তার পুত্র সৈয়দ শাহ সুফি আল্লামা হজরত মাওলানা কুতুবুদ্দিন আক্তার আলী শাহ আল কাদেরী র মাজার জিয়ারত ও দোয়া মাহফিলের সামিল হতে আসেন। এই পবিত্র উরুস মোবারক উপলক্ষে আয়োজিত মহাসমারোহে হাজার হাজার মানুষ উপস্থিত হয়। এই পবিত্র উরুস মোবারক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হন ভারতের আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেম ওলামারা। এই পবিত্র উরুস মোবারক এর বর্তমান পরিচালনা করেন কলকাতার পবিত্র খানকা শরীফের পীর সৈয়দ শাহ সুফি আল্লামা হজরত সাইফুদ্দিন শাহ আল কাদেরী ও খিদিরপুর খানকা শরীফের ছোট পীর সাহেব হজরত শাহ সুফি সালাউদ্দিন শাহ আল কাদেরী এবং খিদিরপুর খানকা শরীফের পীর সেজ সাহেব জাদা সৈয়দ শাহ সুফি আল্লামা গোলাম ইস্তারশিদ আল কাদেরী ও খিদিরপুর খানকা শরীফের ছোট পীর সাহেব হজরত মাওলানা সৈয়দ শাহ গোলাম মোস্তারশিদ আল কাদেরী। এই পবিত্র উরুস মোবারক উপলক্ষে আয়োজিত মহাসমারোহে বিশ্বের সকল মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ এর দোয়া হয়। এবং এই উরুস মোবারক থেকে আগামী দিনে শাহ সুফি হজরত মাওলানা সৈয়দ মুর্শিদাবাদ আলী শাহ আল কাদেরী আল বাগদাদী ও সৈয়দ শাহ সুফি হজরত মাওলানা গোলাম ইস্তারশিদ আল কাদেরী আল বাগদাদী ও সৈয়দ শাহ সুফি আল্লামা হজরত মাওলানা রসিদ আলী শাহ আল কাদেরী আল বাগদাদী অর্থাৎ মেদিনীপুর শরিফের উরুস মোবারক উপলক্ষে যাওয়ার জন্য হেদায়েত দান করেন। পবিত্র শ্যামপুর শরিফের উরুস মোবারক পরিচালনা করেন শ্যামপুর শরিফের গ্রামবাসী বৃন্দ ও খিদিরপুর খানকা শরীফের মুরিদগণ।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ