শিরোনাম
ছাতকে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন ছাতকে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার হরিরামপুরে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী- মুহাম্মদ জাহিদুর রহমানের নির্বাচনী প্রচারণা। সুনামগঞ্জে ইরা-সিআরইএ প্রকল্পের উদ্যোগে দুই দিনব্যাপী ‘অভিযোজন এক্সপো’ মেলার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া সাদা পাথর কান্ডে সিলেটের ডিসি,ইউএনও অপসারিত হলেও ওসি আদনান বহাল তবিয়ত! খুঁটির জোর কোথায়? গৃহস্থলী জ্বালানি গ্যাসের দাবিতে, ব্রাহ্মণবাড়িয়াতে চলতেছে মিছিল সমাবেশ। হরিরামপুরে বিএনপির রাজনীতিতে জনপ্রিয়তার শীর্ষে-আবুসাদাত ইমনেই চলছে চেয়ারম্যান-সচিববিহীন তোয়াকুল ইউপি, সেবা কার্যক্রম ব্যাহত ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির কমিটিতে ত্যাগীদের পরিবর্তে স্থান পেয়েছে আওয়ামী লীগের দোসররা! ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার আসামী ১২
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১২:০৪ অপরাহ্ন

কুমিল্লায় শিশু কন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা আটক,বাড়িঘর  ভাংচুর 

স্টাফ রিপোর্টার / ১০১ Time View
Update : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার দেবীদ্বারে সৎপিতা কর্তৃক কন্যা (৮) ধর্ষনের অভিযোগে বিক্ষুব্ধ জনতা বাড়িঘরে হামলা, ভাংচুর এবং ধর্ষক মোঃ জামাল হোসেনকে অবরুদ্ধ করে মারধর করেছে। অভিযুক্ত মো. জামাল হোসেন (৫০) দাউদকান্দি উপজেলার গৌরীপুর চশুই পালপাড়ার বাচ্চু মিয়ার পুত্র।

শনিবার ৫ মার্চ সন্ধ্যায় সৎবাবা জামাল হোসেনকে যৌথবাহিনী আটক করে থানা পুলিশে সোপর্দ করে।  জামাল হোসেন পেশায় একজন অটোরিক্সা চালক। এর আগে শুক্রবার মাঝরাতে কুমিল্লা দেবীদ্বার পৌরসভার বারেরার কাজীবাড়িতে ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঘটনার পর শিশুটি তার মাকে জানালে তার মা এ ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন এবং কাউকে না বলার জন্য শিশুটিকে ভয়ভীতি দেখায়, বললে মেরে ফেলারও হুমকি দেন। পরে শিশুটি বাড়ির প্রতিবেশীদের জানালে ঘটনাটি ছড়িয়ে পড়লে গ্রামের বিক্ষুব্ধ জনতা অটোরিক্সা চালক জামালের বাড়ি ঘেরাও করে। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে জামালকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

শিশুর নানা মো.শক্কুর মিয়া জানান, দেড় মাস আগে মেয়েকে দাউদকান্দি উপজেলা গৌরিপুরের দক্ষিন দারিবন গ্রামের বাসিন্দা জামাল হোসেনের সঙ্গে বিয়ে দেই । এটি দুজনের দ্বিতীয় বিয়ে। জামাল হোসেন দেবীদ্বার পৌরএলাকা বারেররা কাজি বাড়িতে ভাড়া বাসায় থেকে অটোরিক্সা চালাতেন। এঘটনার খবর পেয়ে মেয়ের বাড়িতে আসি। আমার নাতির বুকে  কামড়ের দাগ দেখতেই পাই।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) ছামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন,  অভিযুক্ত ব্যক্তিকে গ্রামবাসী আটক করে রাখেন। পরে সেনাবাহিনী  ও পুলিশ গিয়ে জামাল হোসেন ও তার স্ত্রীকে আটক করে  থানায় নিয়ে আসা হয়। ভিকটিম শিশুকে পরীক্ষার নিরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হয়েছে৷

 


এই ক্যাটাগরির আরো সংবাদ