শিরোনাম
ছাতকে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন ছাতকে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার হরিরামপুরে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী- মুহাম্মদ জাহিদুর রহমানের নির্বাচনী প্রচারণা। সুনামগঞ্জে ইরা-সিআরইএ প্রকল্পের উদ্যোগে দুই দিনব্যাপী ‘অভিযোজন এক্সপো’ মেলার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া সাদা পাথর কান্ডে সিলেটের ডিসি,ইউএনও অপসারিত হলেও ওসি আদনান বহাল তবিয়ত! খুঁটির জোর কোথায়? গৃহস্থলী জ্বালানি গ্যাসের দাবিতে, ব্রাহ্মণবাড়িয়াতে চলতেছে মিছিল সমাবেশ। হরিরামপুরে বিএনপির রাজনীতিতে জনপ্রিয়তার শীর্ষে-আবুসাদাত ইমনেই চলছে চেয়ারম্যান-সচিববিহীন তোয়াকুল ইউপি, সেবা কার্যক্রম ব্যাহত ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির কমিটিতে ত্যাগীদের পরিবর্তে স্থান পেয়েছে আওয়ামী লীগের দোসররা! ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার আসামী ১২
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১২:০৪ অপরাহ্ন

আদাবাড়িয়া মহাশ্রাদ্ধিতে ভূমিদস্যু আওয়ামি পন্থীরা রাতের আঁধারে বসত ঘর ও আসবাবপত্র খুলিয়া নিয়া যায় 

স্টাফ রিপোর্টার / ১১৭ Time View
Update : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউপির মহাশ্রাদ্ধি ৯নং ওয়ার্ডের সাকিনে ৩,০০,০০০/-টাকা দিয়ে ৭.৫০ শতাংশ সম্পত্তি ক্রয় করে মোঃ নজির খান (৪৫),পিতা-মৃত সেরাজ আলী খান, সাং- কালারাজা ৯নং ওয়ার্ড, ইউপি -চিকনীকান্দী,থানা গলাচিপা, পটুয়াখালী।

সরেজমিনেগিয়ে জানা যায়,তিনি বিগত ১মাস আগে তার কবলাকৃত সম্পত্তিতে ২,০০,০০০/-টাকা খরচ করিয়া একটি টিনসেট বসত ঘর নির্মাণ করে এবং টিনসেট বসত ঘরে

৫০,০০০/-টাকার আসবাবপত্র ছিল।

 

ঘটনার তারিখ ০৫/০৪/২০২৫ ইং, রোজ শুক্রবার রাত আনুমানিক ১.৩০ থেকে ভোর ৪.৩০ মিনিটের মধ্যে। উক্ত এই ঘটনা ঘটে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউপির মহাশ্রাদ্ধি ৯নং ওয়ার্ডের সাকিনস্থ কবলাকৃত সম্পত্তির বসত ঘরের উপর।

এঘটনা শুনিয়া নজির খান,গলাচিপা থেকে বাউফল আসিয়া উক্ত ঘটনার বিষয়ে সাক্ষীদের ও স্থানীয়- লোকজনের কাছ থেকে শুনতে পায় যে,ভূমিদস্যু আওয়ামী পন্থীরা রাতের আঁধারে দেশীয় অস্ত্র ও ঘর ভাঙ্গার সরঞ্জামাদি নিয়া তার টিনসেট বসত ঘর খুলিয়া ও ঘরের মধ্যে থাকা আসবাবপত্র গুলো নিয়ে যায়।

এ ব্যাপারে নজির খান বলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে বাউফল থানায় গিয়ে তিনি বাদী হয়ে একটা অভিযোগ দায়ের করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে এই ভূমি দস্যু আওয়ামী পন্থীদের বিচারের দাবি করেন ভুক্তভোগী নজির খান।

এঘটনায় যারা ছিলেন ১/ মোঃ সোহরাব গাজী (৫৫),২/ মোঃ আব্দুল ওহাব গাজী (৬০),৩/ মোঃ জাফর গাজী (৫০),পিতা-মৃত নুর মোহাম্মদ গাজী, ৪/ মোঃ সুমন গাজী (৩০), ৫/ মোঃ সোহাগ গাজী(২৫),পিতা-আব্দুল ওহাব গাজীসহ অজ্ঞাত নামা আরো ১৫ থেকে ২০ জন উপস্থিত ছিল বলে জানান।

এছাড়াও স্থানীয় লোকজনদের কাছে সংবাদ কর্মীরা জানতে চাইলে একইকথা বলেন যে,এরা আওয়ামী সরকারের আমলে সন্ত্রাসী ও ভূমিদস্যু কার্যকলাপে লিপ্ত ছিল,এখনো তারারাতের আঁধারে দেশীয় অস্ত্র নিয়ে এগুলো করে বেড়ায়,তাই এদেরকে ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্থানীয় লোকজন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ