শিরোনাম
হরিরামপুরে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী- মুহাম্মদ জাহিদুর রহমানের নির্বাচনী প্রচারণা। সুনামগঞ্জে ইরা-সিআরইএ প্রকল্পের উদ্যোগে দুই দিনব্যাপী ‘অভিযোজন এক্সপো’ মেলার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া সাদা পাথর কান্ডে সিলেটের ডিসি,ইউএনও অপসারিত হলেও ওসি আদনান বহাল তবিয়ত! খুঁটির জোর কোথায়? গৃহস্থলী জ্বালানি গ্যাসের দাবিতে, ব্রাহ্মণবাড়িয়াতে চলতেছে মিছিল সমাবেশ। হরিরামপুরে বিএনপির রাজনীতিতে জনপ্রিয়তার শীর্ষে-আবুসাদাত ইমনেই চলছে চেয়ারম্যান-সচিববিহীন তোয়াকুল ইউপি, সেবা কার্যক্রম ব্যাহত ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির কমিটিতে ত্যাগীদের পরিবর্তে স্থান পেয়েছে আওয়ামী লীগের দোসররা! ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার আসামী ১২ সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের র‌্যালি,পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও ফলজ-বনজ বৃক্ষরোপন সিলেট বক্ষব্যাধি ক্লিনিকের পরিচ্ছন্নকর্মীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন

উলিপুরে মামলার স্বাক্ষী দেয়া প্রতিহিত করতে স্বাক্ষীর শিশুপুত্রকে হত্যা চেষ্টার অভিযোগ 

স্টাফ রিপোর্টার / ১৩০ Time View
Update : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় একটি মামলার স্বাক্ষী দেয়া প্রতিহিত করতে অবশেষে স্বাক্ষীর ১৪ বছরের এক শিশুপুত্রকে মারপিট করে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কুড়িগ্রামের উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় মৌজার ঝাকুয়াপাড়া গ্রামের মৃত: নসির সরকারের পুত্র অবসরপ্রাপ্ত আর্মি সৈনিক আব্দুল আজিজ সরকার তার পুত্র মোঃ শামীমকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে রক্তাক্ত জখম করা হলে বিগত ২০২২ সালে কুড়িগ্রামের উলিপুর থানায় মৃত: আব্দুস ছামাদ মাস্টারের দুই পুত্র মাহবুব মজনু (৪৭), মিজানুর রহমান মিঠু (৩২), মৃত: আব্দুল মজিদের পুত্র সিরাজুল ইসলাম (৪৭), মৃত: রহিমল মিয়ার দুই পুত্র আক্তার হোসেন (৩৭) ও আব্দুর রশিদ (৪৯), আজিজুল হকের পুত্র আপেল মিয়া (৪৪) এবং আজিজুল হক (৫৭)সহ ৮ জনের বিরুদ্ধে মামলা নং-১৩ তাং- ১১/৫/২০২২ইং দায়ের করেন।

আগামি ২০ এপ্রিল আদালতে উক্ত মামলার স্বাক্ষীর দিন ধার্য রয়েছে। স্বাক্ষীরা যাতে আদালতে স্বাক্ষ্য দিতে না পারে সেটি প্রতিহত করতে উল্লেখিত মামলার আসামি গং বেশ কয়েক দিন হতে অপতৎপরতা চালাচ্ছে এবং উক্ত মামলার ৭ নং-স্বাক্ষী মোঃ বিপ্লব ও তার পরিবারের লোকজনকে বিভিন্নভাবে

হুমকি দেয়া হচ্ছে । এরই ধারাবাহিকতায় অবশেষে স্বাক্ষী বিপ্লবের শিশুপুত্র ফারদি (১৪)’ কে গোড়াই রঘুরায়হাট সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভ্যান্তরে শিশুটিকে মো: রফিকুল ইসলাম, পিতা মৃত: মনির উদ্দিনের হুকুমে মাহাবুবার রহমান মজনু পিতা- মৃত: সামাদ মাস্টার, আক্তারুল ইসলাম, পিতা- মৃত: রহিমল, মিজানুর রহমান মিঠু (২৫), পিতা- মৃত: সামাদ আলী, শিশুটিকে মারপিট করে আহত করার সময় স্বাক্ষীদের ধাওয়া খেয়ে স্কুলমাঠে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় স্বাক্ষীরা শিশুটিকে উদ্ধার করে বাড়িতে রেখে আসে। এমতাবস্থায় শিশুটি থেমে থেমে বমি করায় তার মা মোছাঃ ফেরদৌসী বেগম তার স্বামী বিপ্লবের অবর্তমানে শহরের এক আত্মীয়ের সহযোগিতায় শিশুটিকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করায়। শিশুটি এখন কুড়িগ্রাম সদর হাসপাতালের সার্জারী বিভাগের ২নং ওয়ার্ডের ফ্লোরে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। প্রায় সজ্ঞাহীন শিশুটির মা ফেরদৌসী বেগম জানিয়েছে, শিশুটিকে নির্যাতনের ঘটনায় থানায় যাতে কোন মামলা দায়ের করা না হয় এজন্য তাকে এবং ঢাকায় বাস কাউন্টারে চাকুরীরত তার স্বামীকে মোবাইলে জীবন নাশের হুমকিসহ তাদের ছেলেকে গুম করে দেয়া হবে বলে হুমকি দেয়া হচ্ছে। এঘটনায় স্থানীয় লোকজন ও স্বাক্ষীগন জানান, বিবাদীরা একটি দলের ছাত্র ছায়ায় গ্রাম থেকে শহরে অরাজকতার সৃষ্টি করছে। বিবাদীরা এলাকায় দাঙ্গাবাজ হিসেবে চিহ্নিত । এ রিপোর্ট লেখা পর্যন্ত বাদী উলিপুর থানায় স্বাক্ষীকে আাদালতে স্বাক্ষ্য প্রদানে বাঁধা এবং শিশু নির্যাতনের মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিলো।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ