শিরোনাম
হরিরামপুরে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী- মুহাম্মদ জাহিদুর রহমানের নির্বাচনী প্রচারণা। সুনামগঞ্জে ইরা-সিআরইএ প্রকল্পের উদ্যোগে দুই দিনব্যাপী ‘অভিযোজন এক্সপো’ মেলার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া সাদা পাথর কান্ডে সিলেটের ডিসি,ইউএনও অপসারিত হলেও ওসি আদনান বহাল তবিয়ত! খুঁটির জোর কোথায়? গৃহস্থলী জ্বালানি গ্যাসের দাবিতে, ব্রাহ্মণবাড়িয়াতে চলতেছে মিছিল সমাবেশ। হরিরামপুরে বিএনপির রাজনীতিতে জনপ্রিয়তার শীর্ষে-আবুসাদাত ইমনেই চলছে চেয়ারম্যান-সচিববিহীন তোয়াকুল ইউপি, সেবা কার্যক্রম ব্যাহত ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির কমিটিতে ত্যাগীদের পরিবর্তে স্থান পেয়েছে আওয়ামী লীগের দোসররা! ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার আসামী ১২ সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের র‌্যালি,পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও ফলজ-বনজ বৃক্ষরোপন সিলেট বক্ষব্যাধি ক্লিনিকের পরিচ্ছন্নকর্মীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন

কয়রায় বাথরুম ঠিক করে দেওয়ার কথা বলায়  হামলার শিকার মালিক পক্ষ

স্টাফ রিপোর্টার / ১১১ Time View
Update : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

কয়রা, খুলনা প্রতিনিধি:

খুলনার কয়রায় বাথরুম মেরামত করে দেওয়ার কথা বললে মিস্ত্রী ও তার লোকজনদের দ্বারা হামলার শিকার হয়েছে মালিক পক্ষ। ২ এপ্রিল বুধবার সকালে বাগালী ইউনিয়নের উলার মোড় নামক বাজারে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান উপজেলার মহেশ্বীপুর ইউনিয়নের সাতহালিয়া গ্রামের তাজেল সানার পুত্র রোকন সানা একই গ্রামের রাজ মিস্ত্রী মৃত জাবের সরদারের পুত্র বকুল সরদারকে দিয়ে ১ বছর পূর্বে পাকা বাথরুম তৈরী করে নেয়। তবে এটা নিচু করে তৈরী করে দেওয়ায় তা ব্যবহার করতে অসুবিধা হচ্ছে বিধায় তার এই সমস্যাটুকু ঠিক করে দেওয়ার জন্য রাজ মিস্ত্রী বকুলকে বার বার বলা হলে সেটা ঠিক করে দেওয়া হবে বলে জনায় সে। সম্প্রতি ঐ রাজমিস্ত্রী রোকন সানাকে বালু সিমেন্ট টাইলস কিনতে বলেন। তার কথা মতো তিনি সংস্কারের জিনিষপত্র ক্রয় করেন। ক্রয় করার পরেও মিস্ত্রী ঠিক করে না দিয়ে বিভিন্ন তালবাহনা করতে থাকেন। এমনকি মেরামত না করে দিয়ে বারবার ঘুরাতে থাকেন। বুধবার সকালে উলা বাজার মোড়ে চায়ের দোকানে রাজ মিস্ত্রী বকুলকে এটা মেরামত করে দেওয়ার কথা বললে। মিস্ত্রী ক্ষিপ্ত হয়ে চায়ের দোকান থেকে বের হয়ে তার লোকজনকে ফোন করলে তার ভাই ডব্লিউ সহ একই গ্রামের মিন্টু হাসান, হোসেন,বাবু, আলামিন সহ ৭/৮ টি মোটরসাইকেল যোগে এসে রোকন সানাকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে আহত করে। এ সময় তার কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্থানীয় ব্যবসায়ীরা এর প্রতিবাদ করলে তাদেরকেও মারপিট করা হয়। এত কিছুর পরেও প্রকাশ্য বাজারে এ নিয়ে বাড়াবাড়ি করলে ক্ষতি হবে বলে হুমকি ধামকি দিয়ে চলে যায়। এতে ভীত হয়ে পড়ে রোকন সানা সহ মারপিটে আহত ব্যক্তিরা। তারা দুষ্কৃতকারী লোক হওয়ায় প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবী জানান রোকন সানা ও স্থানীয় ব্যবসায়ীরা।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ