শিরোনাম
গোয়াইনঘাটের পিয়াইন নদীতে নৌকা ডুবে এক সিপাহী নিখোঁজ সুনামগঞ্জে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন টিমের উদ্যোগে শ্মশান ঘাটে পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও ডাস্টবিন স্হাপন গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ভৈরবে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ মার্স ন্যাশনাল টেকনিক্যাল ইন্সটিটিউট এর ড্রাইভিং লেভেল- ৩ কোর্সের চুড়ান্ত মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত। আগামী নির্বচনের জন্য বিএনপি প্রস্তুত – নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে- আফরোজা খানম রিতা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজান চৌধুরীর জন্মদিন উপলক্ষ্যে খাবার বিতরণ কর্মসূচি ওয়েলসের স্নোডন পর্বত আরোহন করে চ্যারিটি ফান্ডরেইজিংয়ে অংশ নিলেন সুনামগঞ্জের সন্তান ইজ্জাদুর ছাতকে দৈনিক ইবি নিউজ পত্রিকার বর্ষপূর্তি পালন ছাতকের ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয় ছাতক থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামী গ্রেফতার ৩
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন

ছাতকে এক শিক্ষকের বিরুদ্ধে দুনী‌তি লুটপা‌টের ঘটনার সত‌্যতার প্রমা‌ণ মিল‌ছে

স্টাফ রিপোর্টার / ১৩৫ Time View
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫

মোহাম্মদ জাকারিয়া।ছাতক সুনামগঞ্জ প্রতি‌নি‌ধি:

সুনামগঞ্জের ছাতকে চরমহল্লা ইউপির হাজী আব্দুল খা‌লিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তাক আহমদের বিরুদ্ধে ব‌্যাপক অ‌নিয়ম দুনী‌তি স্বাক্ষর জাল জা‌লিয়া‌তি ক‌রে প্রায় ১৫ লাখ টাকা আত্নসা‌তের অ‌ভি‌যোগ উঠে‌ছে। এ অ‌ভি‌যো‌গের ঘটনার তদ‌ন্তের সত‌্যতার প্রমা‌নিত মিল‌ছে। এ ঘটনার তদ‌ন্ত প্রতি‌বেদ‌নের ফা‌কিবাজ প্রধান শিক্ষক ধরা প‌ড়ে‌ছে। তদন্ত প্রতি‌বেদনের ঘটনাটি বি‌ভিন্নখা‌তে নেয়ার জন‌্য শিক্ষা মন্ত্রনালয় ও শিক্ষা বো‌ডসহ বি‌ভিন্ন দপ্ত‌রে তৎপরতা চালা‌চ্ছেন প্রধান শিক্ষক । গত ৭ অক্টোবর উপজেলা নির্বাহী বরাবরে গ্রামের সিরাজুল হক,শিক্ষাথী আদদান সানী,মইন উদ্দিন ও শিউলী বেগম বাদী হ‌য়ে পৃথক ৪টি লি‌খিত অ‌ভি‌যোগ দায়ের করেছে।

 

এ অ‌ভি‌যো‌গের ঘটনায় তিন স‌দস্যে এক‌টি তদন্ত ক‌মি‌টি গত ১৯ ন‌ভেম্বর স‌রে‌জমি‌নে তদন্ত কার্ষত্রুম শুরু ক‌রেন। গত ১০ ডি‌সেম্বর পরবতীতে অ‌ধিকতর তদ‌ন্তের স্বা‌র্থে প্রধান শিক্ষকসহ অন‌্যা‌ন‌্যদের প্রয়োজনীয় জিঞ্জাসাবাদ ক‌রেন এবং কিছু প্রমা‌না‌দি সংগ্রহ ক‌রেছেন তদন্ত ক‌মি‌টি জানা যায়, উপজেলার চরমহল্লা ইউনিয়নের

হাজী আব্দুল খা‌লিক উচ্চ বিদ্যালয়ে অগ্রনী ব‌্যাংক অ‌্যাকাউন্ডের স্টেট‌মেন্ট দেখা গে‌ছে ২০১৫ সা‌ল১৫ সে‌প্টেম্বর ও ২০২৪ সা‌লে ৩০জুন ১০লাখ ৭১হাজার ৩০টাকা জমা হয়। বি‌ভিন্ন সম‌য়ে ৮লাখ ৬হাজার ৩৩টাকা ব‌্যাংক থে‌কে উত্তোলন করেন প্রধান শিক্ষক। ব‌্যাং‌কের আছে মাত্র এক লাখ টাকা।২০২৪ সা‌লে ২০২৩ ও ২৪ অর্থবছ‌রের অ‌ডিট ক‌মি‌টি গঠন হয়। ৪ সদস‌্য অ‌ডিট ক‌মি‌টি হিসা‌বে প্রধান শিক্ষক মোস্তফা আহমদ বিরু‌দ্ধে ২ লাখ ৬০ হাজার ২০৩টাকা পাওনা আছে বিদ‌্যাল‌য়ে।

 

বিদ‌্যাল‌য়ে ছাত্র ছাত্রী‌দের কাছ থে‌কে ভর্তি ফি‌সের টাকা আদায় ক‌রে এসব টাকার হিসাব খাতা জমা না দি‌য়ে প্রধান শিক্ষ‌ক তার নিজ প‌কে‌টে চ‌লে গে‌ছে। এছাড়াও বিভিন্ন পন্তায় ছাত্রছাত্রীদের কাছ থে‌কে সিকিউরিটি না‌মে ৫ থেকে ১০ হাজার টাকা আদায়স বিভিন্ন খাতের প্রায় ১৫ লাখ টাকা হিসা‌বের গড়‌মিল র‌য়ে‌ছে। প্রধান শিক্ষকের স্বাক্ষর থাক‌লে রেজু‌লেশনসহ অন‌্যান‌্য স্বাক্ষ‌রের স‌ঙ্গে তার স্বাক্ষ‌রের মিল নেই।

তি‌নি প্রধান শিক্ষক মোস্তাক আহমদ হিসেবে দায়িত্ব গ্রহন করার পর বিদ‌্যালয় আয় ব্যায় হিসাব না দি‌য়ে সা‌বেক এম‌পি মু‌হিবুর রহমান মা‌নি‌কের আত্নীয় প‌রিচ‌য় দি‌য়ে ক্ষমতার দাপট দে‌খি‌য়ে হামলা মামলা ভয়ভী‌তি দেখান।সা‌বেক এম‌পি মু‌হিবুর রহমান মা‌নি‌কের ঘ‌নিষ্টজন হিসা‌বে প‌রি‌চিত র‌য়ে‌ছে। বিদ‌্যালয় হা‌জিরা না দি‌য়ে মা‌সের পর বেতন ভাতা উত্তোলন ক‌রে‌ছে। এসব ঘটনায় গত ২ মাচ প্রধান শিক্ষক মোস্তফা আহম‌দের বিরু‌দ্ধে আর্থিক অ‌নিয়ম দুনী‌তি ,শৃংখলা প‌রিপ‌ন্তি ও দা‌য়ি‌ত্বে অব‌হেলার সম্পৃক্ততা র‌য়ে‌ছে ম‌র্মে উল্লেখ‌্য করা হয়। তদন্ত প্রতি‌বেদনসহ মাধ‌্যমিক ও উচ্চ মাধ‌্যমিক শিক্ষা বো‌ড সি‌লে‌টে প্রেরন ক‌রে‌ছে উপ‌জেলার নিবাহী কর্মকতা মোঃ ত‌রিকুল ইসলাম।

এব‌্যাপা‌রে মোঃ ত‌রিকুল ইসলাম এসব ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রেন ব‌লেন প্রধান শিক্ষ‌কের বিরুদ্ধে আর্থিক অ‌নিয়ম ও দা‌য়ি‌ত্বে অব‌হেলার সম্পৃক্ততার ঘটনার সত‌্যতা প্রমান মিল‌ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ