শিরোনাম
ছাতকে পুলিশের এক অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার ৪  মানিকগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ- ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নির্বাচনী প্রচারণা কর্মসূচি বাস্তবায়নে ছাত্রদলের সাথে মতবিনিময় সভা।  মানিকগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ- ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নির্বাচনী প্রচারণা কর্মসূচি বাস্তবায়নে ছাত্রদলের সাথে মতবিনিময় সভা। বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের দাবীতে বিশাল মিশিল, পথসভা ও লিফলেট বিতরণ ছাতকের খুরমায় যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার  হরিরামপুরে জাতীয় পার্টি সহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে -জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ। গোয়াইনঘাটের ডালারপাড় নদীর বালুবাহী নৌকা থেকে ফারুক মেম্বারের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ! ফের গোয়াইনঘাটে বালু লুটের বেপরোয়া হয়ে উঠেছে নেপথ্যে প্রভাবশালী মহল ৫ দফা দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিলেট জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হানিফ ও কামরুলকে ফুলেল শুভেচ্ছা
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

ইসলাম ধর্মকে হিংসাত্মক ও আগ্রাসীভাবে অবমাননা করার অভিযোগে মামলা দায়ের

স্টাফ রিপোর্টার / ১০২ Time View
Update : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ

ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি, হিংসাত্মক, আগ্রাসী ও অবমাননাকর মন্তব্য লিখার অভিযোগে রাজবাড়ির আমলী আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে ২৮ জন আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে গত ১৮ মার্চ।আদালত সূত্রে জানা গেছে, এই মামলা দায়ের করেছেন অত্র এলাকার জাতীয়তাবাদী ও ইসলামপন্থী স্থানীয় রাজনীতির সাথে সংশ্লিষ্ট মোঃ ফজলুল হক, দৈনিক নবযুগ নামক একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত ধর্ম-অবমাননামূলক প্রতিবেদন “আওয়ামী দুঃশাসনের পরের অধ্যায় কী ইসলামী উগ্র মৌলবাদ?” শীর্ষক লেখা নিয়ে।

মামলার বাদী মোঃ ফজলুল হক অভিযোগ করেছেন যে, উক্ত অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রতিবেদনে অংশগ্রহণকারী ব্যক্তিরা ইসলাম ধর্মকে অপমানজনকভাবে উপস্থাপন করেছেন। এই মামলার আসামীরা হলেন সম্পাদিকা ইসরাত রশিদ, মহিউদ্দীন মিয়া, সাদিয়া আক্তার, মুনায়েম আহমেদ, মোহাম্মাদ আব্দুল কাদের সুমেল, মোহাম্মদ শামীম আল মামুন, আব্দুল কাইয়ুম, মোঃ জাকির হোসাইন, মোঃ সাব্বির হোসাইন, জান্নাতুন নায়েম জান্নাত, বোগদাদ পিয়ারী রুবি, মিজানুর রহমান, আব্দুল জলিল মাসুম, আবু বকর সিদ্দিক, মুহাম্মাদ জাকির হোসাইন, জুবায়ের আহমেদ, আল ইমরান আহমেদ, সাদিয়া শারমিন আয়েশা, শাহরিয়ার এমডি নাফিস খান, আফরোজা খানম চৌধুরী, এমডি মাজহারুল ইসলাম, এমডি মানওয়ার হুসাইন, গাজী মোহাম্মাদ সাইফুল ইসলাম, এমডি মাসুম সাজ্জাদ, এমডি মিজানুর রাহমান, এমডি নূর আলম, ফাতেহা তাসবি, এবং এমডি রহমত আলী খন্দকার।

মামলার অভিযোগ পর্যালোচনা করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তামজিদ আহমেদ এই মামলাটি আমলে নেন। মামলাটির নম্বর সি.আর. – ৩০৪/২০২৫। এদিকে, মামলার আদেশে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজবাড়ী থানার ওসি (ডিটেক্টিভ ব্র্যাঞ্চ)-কে মামলাটি তদন্তের দায়িত্ব দিয়েছেন। প্রতিবেদন দাখিল সংক্রান্ত শুনানী আগামী ২৫ জুন ২০২৫ অনুষ্ঠিত হবে। রাজবাড়ী থানার পুলিশ জানায়, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এ ধরনের অপরাধ কঠোর হাতে দমনের নির্দেশ রয়েছে এবং এসব অপরাধের সাথে যুক্ত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো দৃঢ়প্রতিজ্ঞ।

মামলার দায়েরের পর আদালত প্রাঙ্গণে ইসলামপন্থী বিভিন্ন দলের নেতাকর্মীদের মিছিল সহ স্লোগান দিতে দেখা যায়। মিছিল থেকে আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনার দাবী জানানো হয়।দৈনিক নবযুগ পত্রিকার সাথে মামলাটির বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ