শিরোনাম
ছাতকে পুলিশের এক অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার ৪  মানিকগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ- ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নির্বাচনী প্রচারণা কর্মসূচি বাস্তবায়নে ছাত্রদলের সাথে মতবিনিময় সভা।  মানিকগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ- ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নির্বাচনী প্রচারণা কর্মসূচি বাস্তবায়নে ছাত্রদলের সাথে মতবিনিময় সভা। বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের দাবীতে বিশাল মিশিল, পথসভা ও লিফলেট বিতরণ ছাতকের খুরমায় যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার  হরিরামপুরে জাতীয় পার্টি সহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে -জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ। গোয়াইনঘাটের ডালারপাড় নদীর বালুবাহী নৌকা থেকে ফারুক মেম্বারের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ! ফের গোয়াইনঘাটে বালু লুটের বেপরোয়া হয়ে উঠেছে নেপথ্যে প্রভাবশালী মহল ৫ দফা দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিলেট জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হানিফ ও কামরুলকে ফুলেল শুভেচ্ছা
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

ঝিনাইগাতীতে ভূমিদস্যুর হাত থেকে আরো কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার 

স্টাফ রিপোর্টার / ১০০ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতীতে ভূমিদস্যুর হাত থেকে আরো প্রায় কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। রবিবার ( ১৬ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল উক্ত জমি উদ্ধার করে সরকারি সম্পত্তি হিসেবে সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন। জানা গেছে, উপজেলা সদরের ব্রীজপার এলাকার বাসিন্দা জনৈক প্রভাবশালী ব্যক্তি সরকারি জমি দখল করে ঘরবাড়ি নির্মান করে দীর্ঘ দিন ধরে বসবাসের পাশাপাশি একাধিক মার্কেট নির্মাণ করে ভাড়া বানিজ্য চালিয়ে আসছিলেন। ২০১৬ সালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি টাকা মূল্যের সরকারি জমির উপর একটি স্থাপনা গুড়িয়ে দিয়। পরে উক্ত জমির উপর উপজেলা ভূমি অফিস নির্মাণ করা হয়। এছাড়া ২০২১ সালে ওই ভূমিদস্যুর দখলে থাকা মহারশি নদীর ব্রীজপাড়ে কোটি টাকা মূল্যের সরকারি জমির উপর একটি মার্কেটের ২টি স্থাপনা গুড়িয়ে দিয়ে জমিটি উদ্ধার করা হয়। আরো কয়েকটি স্থাপনা অক্ষত রেখে উক্ত স্থাপনাও সরকারি জমির উপর সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়। কিন্তু গত বছরের ৫ আগষ্ট দেশে সরকার পরিবর্তনের পর ওই ভুমিদস্যু উদ্ধারকৃত সরকারি জমি ও স্থাপনার উপর থেকে প্রশাসনের দেয়া সাইনবোর্ড সরিয়ে ফেলে স্থাপনাগুলো আবারও দখল করে নেন। অভিযোগ রয়েছে প্রশাসনের পক্ষ থেকে গত ৬ মাসেও সরকারি জমি পুনর উদ্ধার করা হয়নি। এ সুবাদে ওই ভুমি দস্যুর দখলে থাকা কোটি টাকা মূল্যের সরকারি জমির উপর বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করে। জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আশরাফুল আলম রাসেল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং উক্ত স্থানে সরকারি সম্পত্তি হিসেবে সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল বলেন অবশিষ্ট বেদখলীয় স্থাপনা ও সরকারি জমি উদ্ধার করা হবে। তিনি বলেন সরকারি স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ