কুড়িগ্রাম প্রতিনিধি :
আজ ১০ শে মার্চ ২০২৫ ইং রোজ রবিবার, রাজারহাট উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে ২৫ শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি সভাপতিত্ব করেন। রাজারহাট উপজেলা পরিষদের নির্বাহী অফিসার জনাব,মোঃ আল ইমরান।
সে সময় বক্তব্য রাখেন, রাজারহাট উপজেলা সাবেক বিএনপি’র সভাপতি জনাব আনিসুর রহমান, রাজারহাট থানা অফিসার ইনচার্জ জনাব,তাসলিম উদ্দিন, রাজাহাট উপজেলার জামাত ইসলামের আমির জনাব, মাওলানা কফিলউদ্দিন, রাজারহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান আসাদ,বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব রাজারহাট উপজেলা শাখার সভাপতি জনাব,আশিকুর রহমান লিমন,ফায়ার সার্ভিস ডিফেন্সের জনাব আবু তাহের প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারী এবং রাজনীতিবিদগণ।
সভাটির বিষয় ছিল রাজারহাট উপজেলার ২৫ শে মার্চ গণ হত্যা দিবস ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য সময় উদযাপনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি উপস্থাপনা করেন, সমাজসেবা অফিসার জনাব মশিউর রহমান।
পরিশেষে সমাপনী বক্তব্যে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার জনাব আল ইমরান প্রতিটি বিষয় নিয়ে দক্ষতার সহিত আলোচনা করেন, আর কোনো বিষয় আলোচনা না থাকায় সভাটি সমাপ্ত ঘোষণা করে।