শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

নরসিংদী ফিলিং স্টেশন ভাংচুরের প্রতিবাদে জেলার সকল ফিলিং স্টেশন বন্ধ ঘোষনা   

স্টাফ রিপোর্টার / ১৫৪ Time View
Update : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী ফিলিং স্টেশন ভাংচুরের প্রতিবাদে নরসিংদী জেলার ২২ টি ফিলিং স্টেশন বন্ধ ঘোষনা করেছে মালিকরা। ঢাকা- সিলেট মহাসড়কের নরসিংদীর বাগহাটায় “সেনারগাঁও ফিলিং স্টেশন ” নামে একটি সিএনজি ফিলিং স্টেশনে ভাংচুর ও এক কর্মচারীকে মারধরের প্রতিবাদে ২২ টি ফিলিং স্টেশনে সেবা দেয়া বন্ধ রেখেছে ফিলিং স্টেশন মালিকরা। যার ফলে ভোগান্তিতে পড়েছে এম্বুলেন্সসহ পণ্য ও যাত্রীবাহী পরিবহনগুলো।

সোমবার বিকেল ৫ টার পর থেকে বন্ধ রয়েছে ফিলিং স্টেশনগুলো। সিএনজি ফিলিং স্টেশন এসোসিয়েশন নরসিংদী জোন জানায়, দুপুরের আগে গ্যাসের কম চাপের অভিযোগ এনে একটি ফিলিং স্টেশনে ভাংচুর করে দুবৃত্তরা। এসময় মহাসড়কের আরও কয়েকটি ফিলিং স্টেশনে ভাংচুরের চেষ্টা চালায়। ঘটনার পরই নিরাপত্তাহীনতায় ভুগছে কর্মচারীরা। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবী রেখে অনির্দিষ্টকালের জন্য ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা করেছে মালিক পক্ষ।

সিএনজি ফিলিং স্টেশন এসোসিয়েশন, নরসিংদী জোনের সাধারণ সম্পাদক ঘোড়াশালের নাজমুল ফিলিং স্টেশনের মালিক নাজমুল হক অভিযোগ করে বলেন, নরসিংদীতে তাদের সোনারগাঁও ফিলিং স্টেশনে দাবি আদায়ের নামে ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শন করেছে রেন্ট এ কারের চালকরা। গ্যাসের চাপ কম থাকায় ২৪ ঘন্টা গ্যাস সরবরাহ করতে কিছু সমস্যা হচ্ছে। এ বিষয়ে তারা প্রশাসনকে জানিয়েছেন। এছাড়াও আরও বেশ কয়েকটি সিএনজি পাম্পে তারা জড়ো হয়ে হুমকি ও ভয়ভীতি দেখিয়েছে। এতে সিএনজি পাম্প মালিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এজন্য সোমবার বিকেল ৫ টা থেকে জেলার সিএনজি পাম্প গুলো বন্ধ রাখা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করবেন বলেও জানানো হয়।

এদিকে রেন্ট এ কারের মালিক ও চালকদের দাবি ফিলিং স্টেশনগুলোকে ২৪ ঘন্টা গ্যাস সরবরাহ করতে হবে। কন্টিনারে গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হবে। কিন্তু দীর্ঘদিন ধরে তারা আমাদের দাবি মানছেন না। তাই আমরা নরসিংদী প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন থেকে দাবি জানিয়েছি। শিল্প কারখানায় অধিক মুনাফার আশায় প্রাইভেট যানবাহনে গ্যাস না দিয়ে শিল্প কারখানায় বড় কন্টিনারে গ্যাস দিচ্ছে নরসিংদীর সিএনজি পাম্পগুলো।

এদিকে হঠাৎ ফিলিংস্টেশন গুলো বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পরেছে দুরপাল্লার পণ্যবাহী ও যাত্রীবাহী পরিবহন গুলো। গ্যাসের জন্য অনেক পাম্পে এ্যাম্বোলেন্স ও দাড়িয়ে থাকতে দেখা গেছে। এ সময় অনেক গাড়ীর ড্রাইভার জানান, হঠাৎ করে বন্ধ করে দেওয়ায় আমাদের জ্বালানী শেষ হয়ে যাওয়ায় দুর্ভোগ চরমে পোহাতে হচ্ছে ।


এই ক্যাটাগরির আরো সংবাদ