শিরোনাম
ছাতকে পুলিশের এক অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার ৪  মানিকগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ- ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নির্বাচনী প্রচারণা কর্মসূচি বাস্তবায়নে ছাত্রদলের সাথে মতবিনিময় সভা।  মানিকগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ- ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নির্বাচনী প্রচারণা কর্মসূচি বাস্তবায়নে ছাত্রদলের সাথে মতবিনিময় সভা। বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের দাবীতে বিশাল মিশিল, পথসভা ও লিফলেট বিতরণ ছাতকের খুরমায় যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার  হরিরামপুরে জাতীয় পার্টি সহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে -জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ। গোয়াইনঘাটের ডালারপাড় নদীর বালুবাহী নৌকা থেকে ফারুক মেম্বারের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ! ফের গোয়াইনঘাটে বালু লুটের বেপরোয়া হয়ে উঠেছে নেপথ্যে প্রভাবশালী মহল ৫ দফা দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিলেট জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হানিফ ও কামরুলকে ফুলেল শুভেচ্ছা
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

ভালুকায় পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারার জের ধরে অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর 

স্টাফ রিপোর্টার / ১১১ Time View
Update : রবিবার, ২ মার্চ, ২০২৫

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারার জের ধরে অন্তঃসত্ত্বা এক মহিলাকে মারধরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ওই মহিলা বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন

অভিযোগ সূত্রে জানা যায়, ভালুকা ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও বড়চালা এলাকার হোসেন মিয়ার বাবা ৭ বছর পূর্বে মারা যায়। মারা যার পর পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে তার ভাইদের মধ্যে বিরোধ ও শত্রুতা চলছিলো। গত শনিবার (১ মার্চ) আনুমানিক দুপুর ১২টার দিকে ওই এলাকার করিম খার ছেলে মোঃ সুমন খা (৩৫), কপু মন্ডলের ছেলে দুলু খা (৪৫), আইজুল মেম্বারের ছেলে মোঃ মনির (৪৫), মৃত ওয়াজ উদ্দিনের ছেলে মোঃ আঃ মোতালেব (৫৫), মোস্তফা (৪৮), মৃত সেলিমের স্ত্রী মোছাঃ বেবী আক্তার (৪৩) ও তার ছেলে সিয়াম (১৯) মনির হোসেনের বাড়িতে এসে পূর্ব বিরোধের জেরে তার স্ত্রী মোছাঃ সীমা আক্তার কবিতাকে এলোপাথারি কিল ঘুষি, লাথি মারে ও মাথার চুল ধরে টেনে হেচড়া করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে ও বসত বাড়ীর গেইট ও বেড়া ভাংচুর করে ক্ষতি করে। তখন তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে রক্ষা করে। ওই সময় তার স্বামী হোসেন মিয়া বাড়িতে ছিলো না। ওই সময় উল্লেখিত ব্যক্তিরা সুযোগমত পাইলে মারধর করা সহ খুন জখম করবে বলে হুমকি দেয়।

সীমা আক্তার কবিতা জানান, আমার স্বামীর পৈতৃক সম্পত্তি দখল করার জন্য আমার স্বামীর ভাইয়েরা লোকজন নিয়ে আমাদের অত্যাচার করছে। একাধিকবার মারধর করছে। গত শনিবারও মারধর করেছে, আমি বর্তমানে ৭ মাসের অন্তঃসত্ত্বা। তাদের ভয়ে আমি বাড়ি-ঘরে যেতে পারি না। আমার একটা ১১ বছরের সন্তান বাড়িতে রেখে প্রাণের ভয়ে আমি ও আমার স্বামী বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি। আমি সঠিক বিচার চাই।

এবিষয়ে অভিযুক্ত দুলু ও মনিরের নাম্বারে কল দিয়েও তাদের পাওয়া যায়নি।ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ