শিরোনাম
ছাতকে পুলিশের এক অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার ৪  মানিকগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ- ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নির্বাচনী প্রচারণা কর্মসূচি বাস্তবায়নে ছাত্রদলের সাথে মতবিনিময় সভা।  মানিকগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ- ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নির্বাচনী প্রচারণা কর্মসূচি বাস্তবায়নে ছাত্রদলের সাথে মতবিনিময় সভা। বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের দাবীতে বিশাল মিশিল, পথসভা ও লিফলেট বিতরণ ছাতকের খুরমায় যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার  হরিরামপুরে জাতীয় পার্টি সহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে -জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ। গোয়াইনঘাটের ডালারপাড় নদীর বালুবাহী নৌকা থেকে ফারুক মেম্বারের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ! ফের গোয়াইনঘাটে বালু লুটের বেপরোয়া হয়ে উঠেছে নেপথ্যে প্রভাবশালী মহল ৫ দফা দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিলেট জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হানিফ ও কামরুলকে ফুলেল শুভেচ্ছা
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন

লালমনিরহাটে হিমাগার ভাড়া দ্বি-গুন বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ করে মানববন্ধন করেন আলু চাষী ও ব্যবসায়ীরা।

স্টাফ রিপোর্টার / ১১৭ Time View
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫

লালমনিরহাট প্রতিনিধিঃ

কৃষক বাঁচাও, দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে হিমাগার কর্তৃক অতিরিক্ত ভাড়া বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন আলু চাষী ও ব্যবসায়ীগণ।

শনিবার সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারে এই মানববন্ধনে বিপুলসংখ্যক কৃষক ও আলু ব্যবসায়ীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এ সময় চাষীরা অভিযোগ করে জানান, কৃষকদের সামর্থ্য বিবেচনা না করে হিমাগার কর্তৃপক্ষ দ্বিগুণ ভাড়া বৃদ্ধি করেছে। গত বছর কেজি প্রতি চার টাকায় আলু স্টোরজাত করা হলেও, এবারে তা বেড়ে দাঁড়িয়েছে আট টাকায়। এতে কৃষকদের জন্য বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি হয়েছে, যা তাদের উৎপাদন খরচ মেটানোর জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এসময় আলু চাষী ও ব্যবসায়ীরা লালমনিরহাট-রংপুর মহাসড়কে আলু ও গাছের গুড়ি ফেলে ২ ঘন্টা ধরে সড়ক অবরোধ করেন।

এদিকে, এই প্রতিবাদ সভায় অংশগ্রহণকারীরা বলেন, হিমাগারের অতিরিক্ত ভাড়া বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে, নয়তো এরপরে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে হিমাগার গুলোতে তালা ঝুলিয়ে দেওয়ার হুশিয়ারি প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিজিৎ চৌধুরী ঘটনাস্থলে এসে আলু চাষীদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে চাষীরা রাস্তা অবরোধ তুলে নেন এবং পরিস্থিতি স্বাভাবিক করেন। এসময় তিনি প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের পরামর্শ দেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ