দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দর থানায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।26ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ সভাপতিত্বে করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিন্নাহ আল মামুন উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন উপস্থিত সকলের নিকট মাদক, সন্ত্রাস, ভূমি দখল, বাল্যবিবাহসহ বিভিন্ন সংঘটিত অপরাধ দমনে সুবিধা-অসুবিধার কথা গুরুত্ব সহকারে শ্রবণ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উপজেলার সুধীসমাজ, গ্রামপুলিশ, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিসহ অন্তত দু’শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।