গাজীপুর প্রতিনিধি:
অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে গাজীপুরে একটি ডায়িং কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গাজীপুর মহানগরের টেকনগপাড়া এলাকায় অবস্থিত ওই কারখানাকে মঙ্গলবার অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে পরিচালিত ভ্রাম্যমান আদালতে এ অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা খান । এসময় অবৈধভাবে স্থাপিত ৩০০ মিটার পিভিসি পাইপ লাইন উত্তোলন করে জব্দ করা হয়।
অভিযান পরিচালনার সময় উপ-ব্যবস্থাপক প্রকৌশলী জাবের নূরানী, সহকারী প্রকৌশলী হাসান আল ফয়সাল, রাকিব হাসান, সবুজ খান, সহকারী কর্মকর্তা মোঃ আল আমিন, মোঃ আল মামুনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।