চট্টগ্রাম প্রতিনিধি:
বেশ কিছু দিন যাবত ধরে উক্ত আসামীরা ডবলমুরিং মডেল থানা এলাকায় বিভিন্ন পয়েন্টে যাত্রী ও পথচারীদেরকে দেশীয় অস্ত্রশস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মূলবান জিনিসপত্র টাকা পয়সা লুট করে আসছিল এমন সংবাদের ভিত্তিতে গত ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ইং মঙ্গলবার ১২.৪৫ মিনিট ঘটিকার সময় ডবলমুরিং মডেল থানাধীন বারেক বিল্ডিং মোড়ে ডবলমুরিং মডেল থানার এসআই আহলাদ ইবনে জামিল পিপিএম, এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোস সহ অভিযান পরিচালনা করেন ডাকাতি প্রস্তুতিকালে আসামী ১। জাহিদুল ইসলাম (২৪), ২। মোঃ জুয়েল (৪৫), ৩। তারেক (২৫) দেরকে গ্রেফতার করেন এবং তাদের হেফাজত হতে ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সাইজের ০৪ টি সেলাই রেঞ্জ, ০১টি ধারালো টিপ ছোরা, ০১টি কাঠের হাতলযুক্ত কাঁচি, ০২টি স্ক্রু ড্রাইভার, নগদ ২,১২,০০০ /- টাকা উদ্ধার করেন ধৃত আসামীরা পেশাদার ডাকাত এবং ডাকাতদলের সক্রিয় সদস্য। উল্লেখ্য যে, আসামীদের গ্রেফতারকালে আসামীদের নিকট থাকা ধারালো ছুরিকাঘাতে এসআই আহলাদ ইবনে জামিল পিপিএম এর বাম হাতের বাহু, বাম কানে কাটা জখমপ্রাপ্ত হয়ে এবং সঙ্গীয় এসআই নজরুল ইসলাম নীলাফুলা জখম প্রাপ্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হতে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন। আসামীদের লুটকৃত টাকার ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতন্ডা ও মারামারিতে আসামী তারেক আহত হয়। বর্তমানে আসামী তারেক পুলিশী পাহাড়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ডবলমুরিং থানার ওসি কাজী মো. রফিক আহমেদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, সংঘবদ্ধ ডাকাতদলকে গ্রেপ্তার অভিযানে গিয়ে থানার সাব-ইন্সপেক্টর জামিল ও সাব-ইন্সপেক্টর নজরুল ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।