শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

মোহনপুরে ওয়ার্ড আ”লীগ সভাপতি আটক, অপর সভাপতিকে জনতার গণধোলাই

স্টাফ রিপোর্টার / ১৫০ Time View
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

মোহনপুর প্রতিনিধিঃ

রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়ন পরিষদ (ইউপি)র ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতিকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (২৩ ফেব্রুয়ারী) ৪ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আহাদ আলীকে তার নিজ বাসা ধুরইল পশ্চিমপাড়া থেকে আটক করা হয়। একইদিনে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আলী হোসেনকে স্থানীয় জনতা আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে।

 

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহাদ আলী নামে একজন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে আটক করা হয়েছে। অপরদিকে আলী হোসেন নামে এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে জনতা আটকিয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ আলী হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যেহেতু সে এজাহারনামীয় আসামি নয় সেকারণে তাকে আটক করা হয়নি।

 

এদিকে, প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলী হোসেন ওরফে আলী কসাই ধুরইল বাজারে এসে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের নিয়ে মিটিং করার সময় বৈষম্যবিরোধী আন্দোলন ও বিএনপি নেতা কর্মীদের নিয়ে আজেবাজে মন্তব্য করেন। এসময় স্থানীয় জনতা কসাই আলীকে আটকিয়ে থানা পুলিশের হাতে তুলে দেন। স্থানীয়রা জানান, তার বিরুদ্ধে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের বাড়িঘর ভাংচুর, ভোট কেন্দ্র দখলের অভিযোগ রয়েছে। এছাড়াও সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিনকে সহায়তা ও পরবর্তীতে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি আওয়ামীলীগ সাধারন সম্পাদক নৌকার প্রার্থী দেলোয়ার হোসেন এর নির্বাচনে বিরোধী মতের লোকজনকে দমনপীড়ন, মারধোর, ভোটের পর জোর করে অন্যের হক দখলীয় প্রায় ১৩ বিঘা জমি দখলেরও অভিযোগ রয়েছে।

 

সবশেষ ৫ আগষ্ট দেলোয়ার হোসেন চেয়ারম্যান এর সাথে ৭০/৮০ টি মোটরসাইকেল যোগে উপজেলা বিএনপির পার্টি অফিসসহ জামায়াত বিএনপি’র নেতা কর্মীদের বিভিন্ন দোকানপাটে অগ্নি সংযোগ লুট করার অভিযোগ রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ