শিরোনাম
সুনামগঞ্জ এর ছাতকে শালি ধর্ষণের শিকার  তারেক রহমান যুব পরিষদ জামালপুর জেলা শাখার নবগঠিত কমিটির সংবর্ধনা।  শেরপুর পুলিশ লাইন্সে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কানাইঘাটে বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর! ফেনীতে দাবিকৃত ঘুষ না পেয়ে হয়রানি করার অভিযোগ ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অব্যাহত ধর্ষণ, খুন, নৈরাজ্য প্রমাণ করে দেশ চালাতে ব্যর্থ হচ্ছে সরকার: সিপিবি ঢাবি’র প্রাক্তন ভিসি আরেফিন সিদ্দিক মা-বাবার পাশেই শায়িত হলেন  উখিয়ায় রোহিঙ্গার সঙ্গে ইফতারে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব হবিগঞ্জে আছিয়া ধর্ষণের প্রতিবাদে কফিন মিছিল ও গায়েবানা জানাযা অনুষ্ঠিত 
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন

শিক্ষকের অশালীন অডিও ফাঁস বদরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের  পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন 

স্টাফ রিপোর্টার / ২৯ Time View
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

রংপুরের বদরগঞ্জ  সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ও অ্যাডভান্স কোচিং সেন্টারের পরিচালক রাশেদুল ইসলাম নামে এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে একা বাসায় ডাকা এবং মোবাইলে অশালীন ভাষায় কথা বলার অভিযোগ উঠেছে। ওই ঘটনার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সাধারণ শিক্ষার্থীরা শিক্ষক রাশেদুল ইসলাম বিচার সহ পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষেভ করেছেন।

 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বদরগঞ্জ শহীদ মিনারে ছাত্র-ছাত্রী ও উপজেলার বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী, ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষেভ অংশ গ্রহন করেন । মানববন্ধন শেষে শহীদ মিনার থেকে বদরগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

 

শিক্ষার্থীরা জানায়, বদরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক অ্যাডভান্স কোচিং সেন্টারের পরিচালক রাশেদুল ইসলাম দশম শ্রেণি পড়ুয়া ছাত্রীকে কোচিংয়ে আসতে বলে এবং নানান অশালীন ভাষা ব্যবহার করে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতেই কল রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

 

অডিওটি ফাঁস হওয়ার পর বিক্ষুব্ধ হয়ে ওঠে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। পরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ওই শিক্ষকের বিচার চেয়ে মানববন্ধন করে শিক্ষার্থীরা।

 

মানববন্ধনে অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রেজওয়ান হাসান জানান, এই রাশেদুলকে ওই স্কুল থেকে সরাতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। ছাত্রদল নেতা তুফান খান জানান, এই কুলাঙ্গার রাশেদসহ বদরগঞ্জে আরও অনেক শিক্ষক আছে তাদের চিহ্নিত করতে হবে। সেই সঙ্গে অবিলম্বে এই রাশেদকে আইনের আওতায় আনতে হবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীর পরিবার মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে এবং বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ