হরিরামপুরে হারুকান্দি ইউনিয়ন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার :: মানিকগঞ্জের হরিরামপুরে হারুকান্দি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ডেবনেয়ার গ্রুপের পক্ষ হতে হারুকান্দি ইউনিয়ন শীতার্তাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
১৩ ই জানুয়ারি (মঙ্গলবার) উপজেলার হারুকান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণের সামনে বেলা ১১ টায় কম্বল বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মোশাররফ হোসেন শিকদার, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ বুলবুল ইসলাম,উপজেলা যুবদলের সদস্য কাজল মাহমুদ আতোয়ার,জেলা কৃষকদলের সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক ও উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল শিকদার,হারুকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আলমাছ আহমেদ প্রমূখ।এছাড়াও আরো স্থানীয় নেতাকর্মী সহ জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
জেলা জাসাসের সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মোশাররফ হোসেন শিকদার জানান,শীতবস্ত্র বিতরন কর্মসূচি ধারাবাহিক ভাবে চলমান থাকবে। সমাজের অসহায় মানুষের পাশে দাড়ানোই আমাদের মূল্য উদ্যোশ্য।
তিনি আরো জানান, ডেবনেয়ার গ্রুপের মানবিক ও অসহায় মানুষের পাশে দাড়ানো কে আমরা সাধুবাদ জানাচ্ছি।উল্লেখ্য,উপস্থিত নেতাকর্মীরা এ সময় রাষ্ট্র কাঠামো মেরামতে গণভোটের বিষয়ে জনসাধারণের মাঝে আলোচনা করেন হ্যাঁ আর না ভোট বিষয়ে সকলের মাঝে সচেতনতা তৈরি করেন ও গণভোট প্রয়োগে উৎবদ্ধ করেন।