নলছিটিতে পাঁচ ইটভাটায় এগারো লাখ টাকা অর্থদন্ড
মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি :: ঝালকাঠির নলছিটিতে দীর্ঘদিন ধরে পরিবেশ বিধি লঙ্ঘন করে ইটভাটা পরিচালনা করায় পাঁচটি ইটভাটায় মোট ১১ লাখ টাকা অর্থদন্ড দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে পরিবেশ অধিদপ্তরের অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন এ অর্থদন্ড দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিনের নেতৃত্বে ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা এবং পরিবেশ অধিদপ্তর, বরিশালের একটি বিশেষ টিম এ সময় উপস্থিত ছিলেন। নলছিটি পৌর এলাকায় দিনব্যাপী এ অভিযান চলে।
পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থ রক্ষায় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)’ অনুযায়ী নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন ও পরিচালনার দায়ে উপধারা ৮-এর আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে নলছিটি পৌর এলাকার মেসার্স তিলক ব্রিকসকে ১ লাখ টাকা, মেসার্স রিয়াজ ব্রিকসকে ৫ লাখ টাকা, এমআর ব্রিকসকে ৩ লাখ টাকা, মেসার্স এসআরবিসি ব্রিকসকে ১ লাখ টাকা এবং মেসার্স রিয়াজ-–২ ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কয়েকটি ইটভাটার ড্রাম চিমনি ধ্বংস ও ভাটা এলাকার করাত কল এবং কাঁচা পাকা ইট গুড়িয়ে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জেলার অন্যান্য উপজেলাতেও পর্যায়ক্রমে অবৈধ ও দূষণকারী ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। ###