মিশিগানের হেমট্রামেক শহরের মেয়র, কাউন্সিল মেম্বারদের শপথ গ্রহণ সম্পন্ন
মাহফুজ আদনান, যুক্তরাষ্ট্র থেকে : মিশিগানের হেমট্রামেক সিটি কাউন্সিলের নতুন মেয়র ও কাউন্সিল মেম্বারদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । শহরের হেমট্রামেক পাবলিক লাইব্রেরিতে গত ৪ জানুয়ারি ২০২৬ রবিবার সন্ধ্যায় বিশাল কলেবরে নতুন মেয়রকে বরণ করে নেন নাগরিকবৃনদ ।
বিকেল ৫.১৫ মিনিটে অতিথিদের আসন গ্রহণ শুরু হয় । সন্ধ্যায় নতুন সিটি মেয়র ইনজিনিয়ার এডাম আল হারবি, নবাগত সিটি কাউন্সিল মেম্বার আবু মুসা, নাঈম চৌধুরী, ইউসুফ সায়েদ শপথ নেন । অনুষ্ঠানে সাবেক মেয়র ডাক্তার আমির গালিব, স্টেট ও ওয়েন কাউন্টির অফিসিয়াল, আমন্ত্রিত অতিথি সহ কমিউনিটির বিশিষ্টজন উপস্থিত ছিলেন । এছাড়া মিশিগানের অন্যান্য শহরের কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মত । উল্লেখ্য ৫ আগস্ট ২০২৫ প্রাইমারি নির্বাচনের পর ৪ নভেম্বর ২০২৫ ফাইনাল নির্বাচন অনুষ্ঠিত হয় ।