হরিরামপুরে শীতার্থদের মাঝে ডেবোনেয়ার গ্রুপের কম্বল বিতরণ।
মোঃ বিল্লাল হোসেন, (হরিরামপুর) মানিকগঞ্জ :: মানিকগঞ্জের হরিরামপুরে শীতার্থদের মাঝে ডেবোনেয়ার গ্রুপের পক্ষ হতে কম্বল বিতরণ করা হয়েছে। ৭ ই জানুয়ারি বুধবার বেলা ১১ টায় হরিরামপুর প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) হরিরামপুর শাখার উদ্যোগে উপজেলার ডাকবাংলোর প্রাঙ্গণে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখা সাধারণ সম্পাদক মোঃ নাজমুল চৌধুরী নাহিদের সঞ্চালনা হরিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জামিল বিশ্বাসের সভাপতিত্বে উক্ত বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
উক্ত কম্বল বিতরণ কর্মসূচিতে এ সময় উপস্থিত বক্তব্য রাখেন বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার সভাপতি ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আলী,হরিরামপুর প্রেসক্লাবের সহ- প্রচার সম্পাদক মোঃ আমজাদ মীর,বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ খলিলুর রহমান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য এসএম অপু ও সদস্য সৌরভ সাহা। ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আইয়ুব খান জানান, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে কাজ করাই আমাদের মুখ্য উদ্দেশ্য শীতার্থদের মাঝে কম্বল বিতরণ তার ক্ষুদ্র প্রয়াস মাত্র। আমরা আশা করি আগামীতে আরো ব্যাপক পরিসরে শীতার্থদের পাশে দাড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।